Scores

আইসিসির দশক সেরা ‘টিকটকার’ ওয়ার্নার!

এই বছরটাতে ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ বিনোদন খুঁজে পেয়েছেন টিকটকে। সামাজিক এই নেটওয়ার্কটি ব্যবহার করে স্বয়ংক্রিয় মিউজিক বা শব্দ অনুযায়ী অঙ্গভঙ্গি করার সুযোগ পান ব্যবহারকারীরা। বিভিন্ন গানের সাথে টিকটক ভিডিও করে যেমনটি দর্শকদের সামনে বেশ কয়েকবার হাজির হয়েছেন ডেভিড ওয়ার্নার।

ওয়ার্নার যখন আইসিসির দশক সেরা 'টিকটকার'!
ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেছেন ওয়ার্নার।

লকডাউন চলাকালে ওয়ার্নারের টিকটক বেশ আলোচনা ফেলেছিল ক্রিকেট দুনিয়ায়। তিনি একা নন, স্ত্রী-সন্তান সবাইকে নিয়েও করতেন টিকটক ভিডিও। সেই ধারাবাহিকতায় নিজেকে আইসিসির দশক সেরা টিকটকার হিসেবে দাবি করেছেন ওয়ার্নার।

বলা বাহুল্য, ওয়ার্নারের এমন দাবি বা ঘোষণা নিছক রসিকতা। সম্প্রতি আইসিসি বিভিন্ন ক্যাটাগরিতে ঘোষণা করেছে বিগত দশকের (২০১১-২০২০) সেরা ক্রিকেটারদের তালিকা। তিন ফরম্যাটের দশক সেরা দলও ঘোষণা করা হয়েছে। ওয়ার্নারও আছেন টেস্ট ও ওয়ানডের দশক সেরা দলে।

Also Read - একাধিক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা, দলে ফিরলেন ওয়ার্নার


সেরাদের পরিচয় করিয়ে দিতে আইসিসি যে টেমপ্লেট ব্যবহার করেছিল, সেখানে নিজের ছবিযুক্ত একটি সম্পাদিত পোস্ট এসেছে ইনস্টাগ্রামে ওয়ার্নারের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। সেখানে ওয়ার্নারকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ‘আইসিসির দশক সেরা পুরুষ টিকটকার’ হিসেবে।

ওয়ার্নারের চেয়েও টিকটকের কারণে বেশি খ্যাত ছিলেন ভারতের যুযবেন্দ্র চাহাল। রসিক ওয়ার্নার ইনস্টাগ্রাম পোস্টে চাহালকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম আমরা দুইজনই এই খেতাবটা জিতব!’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বল টেম্পারিং কাণ্ডে আবারও প্রশ্নের মুখে অস্ট্রেলীয় ক্রিকেটাররা

অবশেষে দেশে ফিরলেন স্মিথ-ওয়ার্নার-পন্টিংরা

ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে আসছে অজিরা

কেপটাউনের সেই বল টেম্পারিং নিয়ে বিস্ফোরক দাবি ব্যানক্রফটের

স্মিথের হাতে নেতৃত্ব তুলে দিতে চান পেইন