Scores

আইসিসির প্রধান পদের ভোটাভুটি নিয়ে বিবাদে ভারত-পাকিস্তান

রাজনীতি হোক বা ক্রিকেট, ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব যেন থামবার নয়। আবার ক্রিকেটের প্রশাসনিক কোনো পদের ব্যাপার হয় যদি, বিবাদ তো অবশ্যম্ভাবী! বিসিসিআইয়ের সাথে পিসিবির নতুন দ্বন্দ্ব বেঁধেছে আইসিসির চেয়ারম্যান পদে ভোটাভুটি নিয়ে।

আইসিসির প্রধান পদের ভোটাভুটি নিয়ে বিবাদে ভারত-পাকিস্তান

শশাঙ্ক মনোহর সরে দাঁড়ানোয় ফাঁকা পড়ে আছে আইসিসির চেয়ারম্যানের পর। স্থায়ী চেয়ারম্যানের আসনে বসবেন নতুন কেউ। কে হবেন বিশ্ব ক্রিকেটের নেতা, সেই উত্তর এখন সময়ের হাতে। তার আগে চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া ঠিকঠাক করতেই হিমশিম খাচ্ছে আইসিসি।

Also Read - দুঃস্বপ্নের মত প্রত্যাবর্তন ফাওয়াদের, চাপে পাকিস্তান


চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে আইসিসি। চেয়ারম্যানকে নির্বাচিত করার জন্য মোট ১৭ জন ব্যক্তি ভোট দিতে পারবেন। ভারত চাইছে, ১৭ ভোটের মধ্যে সবচেয়ে বেশি ভোট যিনি পাবেন তিনিই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন। সেক্ষেত্রে ৯টি ভোট পেলেই প্রার্থী হবেন আইসিসির চেয়ারম্যান।

আবার পাকিস্তানের চাওয়া, নির্বাচিত হতে হলে প্রার্থীকে দুই তৃতীয়াংশ ভোট দিতে হবে। অর্থাৎ যে ১৭টি ভোট পড়বে তার অন্তত ১২টি পেতে হবে বিজয়ী হতে হলে।


আইসিসির একটি সূত্র ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এই দ্বন্দ্বের কারণে গত সোমবার আইসিসির সর্বশেষ সভায় চেয়ারম্যান পদে নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

পাকিস্তান অবশ্য তাদের দাবির পক্ষে পাচ্ছে ‘বিগ থ্রি’ এর বাইরের সদস্য বোর্ডগুলোকে। ভারতের পক্ষে আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সংখ্যায় কম হলেও সৌরভ গাঙ্গুলির বোর্ড অবশ্য দাবি করতেই পারে, সবচেয়ে প্রভাবশালী তিন বোর্ডই তো চাইছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন!

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

জয়ের ম্যাচেও শাস্তি পেল ইংলিশরা

আইসিসির বড় চেয়ারটা ‘বিগ থ্রি’ মুক্ত চান মানি

আইসিসির চেয়ারম্যান পদে ‘বিগ থ্রি’র কাউকে ভোট দেবে না পাকিস্তান

আইসিসির হল অব ফেমে জ্যাক ক্যালিস