
২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। বছর জুড়ে ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ রিজওয়ানই নির্বাচিত হয়েছেন ২০ ওভারের ক্রিকেটে ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটার।

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিজওয়ান খেলেছিলেন ২৯টি ম্যাচ। এই উইকেটরক্ষক ব্যাটার ৭৩.৬৬ গড়ে রান করেছেন ১৩২৬। উইকেটের পেছনে ডিসমিসাল আছে ২৪টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এক বছরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড তিনি ভেঙে ফেলেছিলেন সেই জুলাই মাসেই। তারপর তো নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। যার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেলেন রিজওয়ান।
এছাড়াও এবার মনোনয় পেয়েছিলেন ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৫.৪৪ গড়ে বাটলারের ব্যাট থেকে এসেছিল ৫৮৯ রান। স্ট্রাইকরেট ১৪৩.৩০। বাটলারের ডিসমিসাল ছিল ১৩টি।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ২১ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৬২৭ রান। গড় ৩৭.৮৮। এছাড়া বল হাতে মার্শ শিকার করেন আটটি উইকেট। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২০ ম্যাচে এই লেগ স্পিনার শিকার করেছেন ৩৬টি উইকেট। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হ্যাটট্রিক করেছিলেন হাসারাঙ্গা। এছাড়া ব্যাট হাতে তার সংগ্রহ ছিল ১৯৬ রান।
Alhumdulillah.
Bus Allah se hota hai
Allah k ghair se nahi hota.I am grateful to everyone for their support and love. In sha Allah, the journey has just started. This award is dedicated to Pakistan and the beautiful people of Pakistan. #PakistanZindabad https://t.co/RrMYw9YaAN
— Mohammad Rizwan (@iMRizwanPak) January 23, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।