Scores

আইসিসির ভুল ধরিয়ে দিল বিসিবি

আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর বাংলাদেশের ক্রিকেটের অভিভাবকের দায়িত্ব পালন করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। নিঃসন্দেহে বিসিবির চেয়ে আইসিসি ‘বড়’। তবে এবার বিসিবিই শুধরে দিল আইসিসির একটি ভুল।

আইসিসির ভুল ধরিয়ে দিল বিসিবি
অ্যান্ড্রু হল ও চার্ল ল্যাঙ্গেভেল্ট। জার্সি কিংবা উদযাপনে তো বটেই, দুই সতীর্থের খানিকটা মিল আছে চেহারায়ও। আইসিসির ভুল হওয়াটা তাই খুব অস্বাভাবিক নয়! ফাইল ছবি

গত ৩১ জুলাই ছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার অ্যান্ড্রু হলের জন্মদিন। তার ৪৪তম জন্মদিবস উপলক্ষে আইসিসি তাদের টুইটার অ্যাকাউন্টে শুভকামনা ও শুভেচ্ছা জানায়। তবে ভুল রয়ে যায় সেখানেই।

জন্মদিন উপলক্ষে আইসিসি যে ছবি পোস্ট করে সেখানে হলের ছবি ছিল না ভুলবশত। সেই ছবিতে ছিলেন বাংলাদেশের নবনিযুক্ত পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট! সাম্প্রতিক সময়ে ল্যাঙ্গাভেল্টের সাথে তো কম যোগাযোগ হয়নি বিসিবির। নিজেদের নতুন কোচকে তাই চিনতে ভুল হয়নি।

Also Read - অ্যাশেজে দৃষ্টিকটু আম্পায়ারিং, সমালোচনায় ওয়ার্ন-নাসের


আইসিসির ভুল ধরিয়ে দিল বিসিবি
আইসিসির ভুল ধরিয়ে দিল বিসিবি

বিসিবির টুইটার অ্যাকাউন্ট থেকে সাথে সাথেই ভুল ধরিয়ে দেওয়া হয়। রি-টুইটে বিসিবি জানায়, ‘ওটা (যে ছবি আপলোড করা হয়েছে) হচ্ছে আমাদের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। অ্যান্ড্রু হলকে শুভ জন্মদিন।’

বিসিবির ভুল ধরা দেখে টনক নড়ে আইসিসি। সাথে সাথে ভুল শুধরে হলের ছবি দিয়েই নতুন একটি পোস্ট করা হয় আইসিসির টুইটার পেইজ থেকে।

আইসিসির মত সংস্থার টুইটার অ্যাকাউন্ট থেকে এমন ভুল আর বিসিবির টুইটার পেইজ নিয়ন্ত্রকের এমন বিচক্ষণতায় ক্রিকেট বিশ্বে চলছে রসাত্মক মন্তব্য।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ডিজিটাল যুগে এনালগ আইসিসি, বাংলাদেশি ভক্তদের সাথে নির্মম ঠাট্টা

আইসিসির বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০১৯

জিম্বাবুয়ের বিপক্ষে লঙ্কান টেস্ট দল ঘোষণা

বিশ্বকাপে বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা

চারদিনের টেস্ট নিয়ে রুট-ডু প্লেসির মন্তব্য