Scores

আইসিসির হল অব ফেমে প্রবেশ করলেন মুরালি

আইসিসির হল অব ফেমে প্রবেশ করলেন মুরালি
আইসিসির হল অব ফেমে প্রবেশ করলেন মুরালি

আইসিসির হল অব ফেমে প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলেন অফ-স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। বৃহস্পতিবার ওভালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচের প্রথম ইনিংস শেষে মুরালিধরনের হাতে সনদটি তুলে দেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

মুরালিধরনের আগে আইসিসির বিশেষ এ সম্মানে ভূষিত হয়েছেন অস্ট্রেলিয়ার কারেন রোল্টন, আর্থার মরিস, স্যার ডন ব্র্যাডম্যান ও জর্জ লেহম্যান। এদিকে হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া চার খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। তিনি বলেন, ‘সত্যিকারের মহান খেলোয়াড়কে হল অব ফেমের স্বীকৃত দেয় আইসিসি। তাই এ সেরা খেলোয়াড়রা একটি সম্মানিত দল। এ যুগের অন্যতম সেরা খেলোয়াড় মুরালি। শ্রীলঙ্কাকে টেস্ট ও ওয়ানডেতে বড় দলে পরিণত করতে মুরালির অনেক অবদান ছিল।’

দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে এ সনদ নেয়ার পর মুরালিধরন বলেন, ‘এ মুহূর্তটি গর্বের ও সম্মানের। বিশেষ করে এ সম্মান আমাদের অন্য ক্রিকেটারদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আমাকে এমন সম্মানে ভূষিত করায় আইসিসির কাছে কৃতজ্ঞ। আইসিসিকে ধন্যবাদ আমার ক্যারিয়ারের অন্যতম একটি স্বীকৃতি প্রদানের জন্য।’

Also Read - 'আমরা বেশি কথা বলিনি'


২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মুরালিধরন। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৩ টেস্টে ৮০০, ৩৫০ ওয়ানডেতে ৫৩৪ এবং ১২ টি-টোয়েন্টিতে ১৩ উইকেট শিকার করেন তিনি। ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন মুরালিধরন। টেস্টে ৫ উইকেট পেয়েছেন ৬৭ বার। ২২ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। সাবেক এ অফ-স্পিনার ২০১০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে লম্বা ফরম্যাট থেকে বিদায় নেন। পরের বছর ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের পর বিদায় বলেন ওয়ানডেকে।

মুরালিধরনের আগে সর্বশেষ উপমহাদেশ থেকে ২০১৫ সালে অনিল কুম্বলেকে এই সম্মানে ভূষিত করে আইসিসি। উপমহাদেশ থেকে ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান, অনিল কুম্বলে, সুনীল গাভস্কার, কপিল দেব আর বিষেন সিং বেদি সম্মানিত হয়েছেন আইসিসির হল অব ফেমে।
  • মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম।

Related Articles

সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

জয়ের ম্যাচেও শাস্তি পেল ইংলিশরা

আইসিসির বড় চেয়ারটা ‘বিগ থ্রি’ মুক্ত চান মানি

আইসিসির চেয়ারম্যান পদে ‘বিগ থ্রি’র কাউকে ভোট দেবে না পাকিস্তান

আইসিসির হল অব ফেমে জ্যাক ক্যালিস