আইসিসি আইপিএল একাদশ বাছাই করেছে, দাবি শোয়েব-লতিফের
আইসিসি প্রকাশ করেছে দশক সেরা ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি একাদশ। প্রমীলাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি একাদশও প্রকাশ করা হয়েছে। কিন্তু এই পাঁচটি একাদশের একটিতেও নেই কোনো পাকিস্তানি মুখ।
আইসিসির পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির দশক সেরা একাদশের একটিতেও কোনো পাকিস্তানির উপস্থিতি না থাকা স্বভাবতই চমক হিসেবে এসেছে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো পাকিস্তানির না থাকা মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক-বর্তমানরা।
Also Read - ওয়ানডে মেজাজের টেস্টে শ্রীলঙ্কাকে মোক্ষম জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকাএই দশকে টি-টোয়েন্টির শীর্ষস্থানে ছিল পাকিস্তান। বাবর আজম ব্যাট হাতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বিতর্ক বেশি পাকিস্তানিদের চোখে আইসিসির বাছাইকৃত টি-টোয়েন্টি একাদশটি একাধারে বেমানান ও অগ্রহণযোগ্য বলে। আইসিসি একাদশ প্রকাশ করার পরপরই টুইটার-ফেসবুকে পাকিস্তানের সমর্থকরা বলাবলি করতে থাকেন, আইসিসি একাদশ বাছাই করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পারফরম্যান্স দেখে, যেখানে পাকিস্তানিরা অংশগ্রহণ করেন না বলে তাদের নামও নেই।
সেই মিছিলে যোগ দিয়েছেন রশিদ লতিফ ও শোয়েব আখতারও। সাবেক ক্রিকেটার লতিফ এক টুইটে দাবি করেন, ‘লিখতে ভুল রয়ে গেছে! তারা লিখতে ভুলে গেছে এটা যে গত দশকের আইপিএল সেরা দল।’ লতিফের টুইটে শোয়েব লিখেছেন, ‘প্রত্যাশিতভাবেই।’
এরপর এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘আমার মনে হচ্ছে পাকিস্তান যে আইসিসির সদস্য আর টি-টোয়েন্টি খেলে এটা তারা ভুলেই গিয়েছিল। তারা টি-টোয়েন্টির শীর্ষস্থানীয় ব্যাটসম্যান বাবর আজমকেও নিলো না। আমরা তোমার দলে স্থান চাইও না, কারণ এটা বিশ্ব ক্রিকেটের দল নয়, এটা আসলে আইপিএলের একাদশ।’
TYPO Error {They forget to write IPL-T20s team for the decade}
— Rashid Latif ®️??? (@iRashidLatif68) December 27, 2020
As expected. https://t.co/1M0YUq537d
— Shoaib Akhtar (@shoaib100mph) December 27, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।