Scores

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

আইসিসি প্রমীলা ওয়ানডে ক্রিকেট র‍্যাংকিংয়ে উত্থান ঘটেছে বাংলাদেশ দলের। সালমা খাতুন, রুমানা আহমেদরা ৯ম স্থান থেকে ৮ম স্থানে উঠে এসেছেন। 

বৃদ্ধি পাচ্ছে নারী ক্রিকেটারদের বেতন

আইসিসির সর্বশেষ প্রকাশিত প্রমীলা ক্রিকেট র‍্যাংকিংয়ে ওয়ানডে ক্রিকেটের তালিকায় বাংলাদেশ ছাড়াও শীর্ষ দশে উত্থান ঘটেছে দক্ষিণ আফ্রিকার। সর্বশেষ র‍্যাংকিংয়ে বাংলাদেশ ছিল নবম স্থানে। এক ধাপ উত্থানে বাঘিনীদের অবস্থান এখন অষ্টম। পঞ্চম স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। তাদের এক ধাপ উত্থানে এক ধাপ অবনমিত হয়ে পঞ্চম স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড।

Also Read - তাসকিনের তৃতীয় শিকার রিয়াদ


ওয়ানডে র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে আছে ভারত, তৃতীয় স্থানে আরেক পরাশক্তি ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের পরের দুই অবস্থান ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের। এরপরই আছে বাংলাদেশ। বাঘিনীদের রেটিং পয়েন্ট ৬১।

এছাড়া শীর্ষ দশের মধ্যে নবম স্থানে শ্রীলঙ্কা (বাংলাদেশের উত্থানে এক ধাপ অবনমন) এবং দশম স্থানে আয়ারল্যান্ড অবস্থান করছে।

একইসাথে আইসিসি হালনাগাদ করেছে টি-টোয়েন্টি র‍্যাংকিংও। নবম স্থানে থাকা বাংলাদেশের অবস্থানে পরিবর্তন আসেনি। শীর্ষ দশে উত্থান ঘটেছে ভারতের, নিউজিল্যান্ডকে হটিয়ে চতুর্থ স্থান থেকে উঠে এসেছে তৃতীয় স্থানে।

একনজরে আইসিসি প্রমীলা ওয়ানডে র‍্যাংকিং

অবস্থানদলরেটিং
অস্ট্রেলিয়া১৬০
ভারত১২১
ইংল্যান্ড১১৯
দক্ষিণ আফ্রিকা১০৭
নিউজিল্যান্ড৯৪
ওয়েস্ট ইন্ডিজ৮৫
পাকিস্তান৭৭
বাংলাদেশ৬১
শ্রীলঙ্কা৪৭
১০আয়ারল্যান্ড১৩

 

একনজরে আইসিসি প্রমীলা টি-টোয়েন্টি র‍্যাংকিং

অবস্থানদলরেটিং
অস্ট্রেলিয়া২৯১
ইংল্যান্ড২৮০
ভারত২৭০
নিউজিল্যান্ড২৬৯
দক্ষিণ আফ্রিকা২৪৯
ওয়েস্ট ইন্ডিজ২৩৬
পাকিস্তান২৩০
শ্রীলঙ্কা২০২
বাংলাদেশ১৯২
১০আয়ারল্যান্ড১৬৮

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও ফিরলেন সাকিব

আবার কবে র‍্যাংকিংয়ে ফিরছেন সাকিব?

আর্চার-হ্যাজলউডের বড় লাফ, সেরা পাঁচে ওকস

চার ধাপ ‘লাফিয়ে’ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে মালান

১৫২ ধাপ এগোলেন ব্যান্টন, বড় লাফ হাফিজের