Scores

আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ছেন শশাঙ্ক

তৃতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিতে ইচ্ছুক নন বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। এ মেয়াদ শেষ হলেই সমাপ্তি ঘটবে তার কার্যকালের।
আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ছেন শশাঙ্ক

এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে বৃহস্পতিবার নতুন চেয়ারম্যান নির্বাচনের  নিয়ে আলোচনা করা হবে। এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

Also Read - মাশরাফির নামে ড্রেসিংরুমেও মিথ্যাচার হয়েছিল


২০১৬ সালের মে মাসে ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত  হয়েছিলেন শশাঙ্ক। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হন তিনি। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়তে চাইলেও পরে আইসিসির বোর্ডের অনুরোধে সিদ্ধান্ত বদলেছিলেন তিনি।

তার আমলে আইসিসির গঠন ও অর্থ কাঠামোর পরিবর্তন ছিল বেশ আলোচিত। নতুন অর্থ কাঠামো কার্যকর হওয়ায় বাংলাদেশের আয় ৭৬ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ১৩২ মিলিয়ন ডলার।

সম্ভাব্য নতুন চেয়ারম্যান হিসেবে দেখা হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি কলিন গ্রেভসকে। পাঁচ বছর ইসিবির প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি ইতোমধ্যেই ইসিবি চেয়ারম্যানের পদত্যাগ করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে ৩১ আগস্ট ইসিবি চেয়ারম্যান পদের দায়িত্ব শেষ করবেন কলিন গ্রেভস। তার পদে দায়িত্ব গ্রহণ করবেন ইয়ান ওয়াটমোর।

আলোচনায় আছেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই-এর চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলিও । সম্প্রতি সাবেক প্রোটিয়া  অধিনায়ক ও বর্তমান ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ বিসিসিআই চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলিকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছিলেন।

আগামী জুলাইয়ের শেষে আইসিসির বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাবেন  নতুন চেয়ারম্যান।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর

এলিট প্যানেলে ভারতীয় আম্পায়ার, বাদ পড়লেন লং

পাল্টাপাল্টি কথার লড়াইয়ে মেতেছে ভারত-পাকিস্তান

আইসিসির ভবিষ্যৎ তারকা পিনাক ঘোষ কতদূর গেলেন ক্যারিয়ারে?

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফিক্সিং তদন্তে আইসিসি