আইসিসির নতুন টেস্ট র্যাঙ্কিং প্রকাশ
দ্বিতীয় টেস্টের পর র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে অবনমন হয়েছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলির। ট্রেন্ট ব্রিজ টেস্টে দুই ইনিংসে দুইশ’ রান করার পর আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন বিরাট কোহলি।

প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করেছিলেন ২০০ রান। প্রথম ইনিংসে ১৪৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৫১ রান। দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারে প্রথমবারের মতো এক নাম্বারে চলে আসেন বিরাট কোহলি। তবে লর্ডসে দ্বিতীয় টেস্টে তিনি ছিলেন বিবর্ণ। দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে ২৩ ও ১৭। এমন ব্যর্থতার কারণে এক থেকে নেমে যান দ্বিতীয় টেস্টের পরেই।
এক টেস্ট পর আবার শীর্ষস্থানে ফিরে গিয়েছেন বিরাট কোহলি। প্রথম টেস্টের মতো তৃতীয় টেস্টেও কোহলি সংগ্রহ করেছেন দুইশ’ রান। প্রথম ইনিংসে ৯৭ ও দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেছেন তিনি। বর্তমানে কোহলির রেটিং ৯৩৭।
টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রেটিংয়ের অধিকারী দশ ব্যাটসম্যানের তালিকায় ঢুকতে আর মাত্র এক রেটিং প্রয়োজন কোহলির। ইতিহাসে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডটা ডন ব্র্যাডম্যানের দখলে। তার রেটিং ৯৬১। দশে থাকা গ্যারি সোবার্স, ক্লাইড ওয়ালকট, ভিভিয়ান রিচার্ডস ও কুমার সাঙ্গাকারা হয়েছিলেন ৯৩৮ রেটিংয়ের মালিক।
Also Read - অলরাউন্ডার স্টিভ স্মিথ জেতাল বার্বাডোজকেকোহলির ব্যার্থতার কারণে শীর্ষস্থান ফিরে পেলেও তা আবার হারাতে হলো স্টিভ স্মিথকে। এ অজি ব্যাটসম্যানের রেটিং ৯২৯। বিরাট কোহলি থেকে ৮ রেটিং পিছিয়ে আছেন তিনি। ৮৪৭ রেটিং নিয়ে তিনে আছেন কেন উইলিয়ামসন।
অলরাউন্ডদারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৫২ রান ও ৫ উইকেট নিয়ে ২৭ ধাপ এগিয়ে ১৭ নম্বরে চলে এসেছেন তিনি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে এবং বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ ধাক এগিয়ে ৫১ নম্বরে আছেন তিনি। তৃতীয় টেস্টের পর ৩৭ নম্বরে উঠে এসেছেন পেসার জাসপ্রিত বুমরাহ। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন তিনি।
শিখর ধাওয়ান এবং আজিঙ্কা রাহানে– দুজনেরই হয়েছে উন্নতি। চার ধাপ এগিয়ে আজিঙ্কা রাহানে রয়েছেন ১৯ নম্বরে। রাহানের তিন ধাপ পেছনে ২২ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান।
দ্বিতীয় ইনিংসে শতক হাঁকান জস বাটলার। সেই শতকের সুবাদে ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে বাটলারের। ১০৬ রানের ইনিংস খেলার পর বাটলার ২২ জনকে টপকে এসেছেন ৪৭ নম্বরে।
এগিয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ। ব্যাটসম্যান এবং অলরাউন্ডার- দুই তালিকাতেই আটজনকে টপকে গিয়েছেন তিনি। ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৩ রান করা এবং ম্যাচে চার উইকেট নেওয়া রশিদ ব্যাটসম্যানদের তালিকায় ১১৬ এবং অলরাউন্ডারদের তালিকায় ৪৭ নম্বরে আছেন। বোলারদের তালিকায় উন্নতি হয়েছে চার ধাপ। ঢুকেছেন শীর্ষ পঞ্চাশে। এখন ৪৭ নম্বরে আছেন এ লেগ স্পিনার।
অবনমন ঘটেছে জো রুট এবং জনি বেয়ারস্টোর। দুই ধাপ নিচে চলে এসেছেন দুজনই। জো রুট পাঁচ নম্বরে এবং জনি বেয়ারস্টো ১১ নম্বরে রয়েছেন।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পিছিয়েন ক্রিস ওকস। নয় ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে আছেন তিনি। তবে উন্নতি হয়েছে বোলার র্যাঙ্কিংয়ে। ৩২ নম্বর থেকে ৩১ নম্বরে এসেছেন এ পেসার।
এই দিকে বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান আছেন শীর্ষে। ৬৩২ রেটিং নিয়ে তিনি আছেন আইসিসি র্যাঙ্কিংয়ের ২১ নাম্বারে। তামিম ইকবাল ৫৯০ রেটিং নিয়ে রয়েছেন ২৯ নাম্বারে এবং ৫৮৯ রেটিং নিয়ে ৩০ নাম্বারে রয়েছেন মুশফিকুর রহিম।
আইসিসি ব্যাটসম্যান র্যাঙ্কিং (টেস্ট)
১। বিরাট কোহলি (ভারত) – ৯৩৭ রেটিং
২। স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৯২৯ রেটিং
৩। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮৪৭ রেটিং
৪। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৮২০ রেটিং
৫। জো রুট (ইংল্যান্ড)- ৮১৮ রেটিং
৬। চেতেশ্বর পুজারা (ভারত)- ৭৬৪ রেটিং
৭। দিমুথ করুনারাত্নে (শ্রীলঙ্কা)- ৭৫৪ রেটিং
৮। দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা) – ৭৩৩ রেটিং
৯। ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা)- ৭২৪ রেটিং
১০। এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা)- ৭০৩ রেটিং
আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা পাঁচ বাংলাদেশি
২১। সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬৩২ রেটিং
২৯। তামিম ইকবাল (বাংলাদেশ)- ৫৯০ রেটিং
৩০। মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ৫৮৯ রেটিং
৪০। মমিনুল হক (বাংলাদেশ)- ৫৪৯ রেটিং
৬৩। মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ৪৫২ রেটিং
JUST IN
Virat Kohli regains the No.1⃣ spot on the @MRFWorldwide ICC Test Ranking for batsmen!
👉 https://t.co/NAealoygk9 pic.twitter.com/reySDwtB56
— ICC (@ICC) August 23, 2018
আরো পড়ুনঃ গাঙ্গুলিকে ছাড়িয়ে গেলেন কোহলি