Scores

আইসিসি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে রুট, পাঁচে নামলেন কোহলি

সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। এছাড়াও সেরা তিনে উঠে এসেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে উঠলেন রুট। ছবিঃ বিসিসিআই

মঙ্গলবার ইংল্যান্ড-ভারত টেস্ট এবং পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট শেষে ব্যাটসম্যান, বোলারদের এবং অলরাউন্ডারদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সম্প্রতি সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তারই ডাবল সেঞ্চুরির কল্যাণে ভারতকে তাদের মাটিতে বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।

ভারত বাদেও শ্রীলঙ্কা সিরিজেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন রুট। চেন্নাই টেস্টের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে পাঁচ থেকে তিনে উঠে এসেছেন এই ইংলিশ অধিনায়ক। প্রথম টেস্টের আগে ৮২৩ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের পাঁচে ছিলেন রুট। বর্তমানে তার রেটিং ৮৮৩।

Also Read - ১৫ ফেব্রুয়ারির পর ভ্যাকসিন পাচ্ছেন ক্রিকেটাররা


র‍্যাঙ্কিংয়ের নিচে নেমেছেন ভারতীয় অধিনায়ক কোহলি। সিরিজ শুরু হওয়ার আগে ৮৬২ রেটিং নিয়ে চারে ছিলেন এই ব্যাটসম্যান। তবে চেন্নাই টেস্টে ব্যাট হাতে মাত্র একটি ফিফটি করেছেন তিনি। যার ফলে ১০ রেটিং কমে, ৮৫২ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের পাঁচে রয়েছেন কোহলি। কোহলির পরিবর্তে চারে নেমেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

চেন্নাই টেস্টের আগে ৮৭৮ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের তিনে ছিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তবে রুট উপরে উঠাতে চারে নেমে এসেছেন লাবুশেন। ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ এগিয়ে ৯-এ উঠে এসেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭৪৬। এক ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

এছাড়াও ৯১৯ রেটিং নিয়ে যথারীতি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ৮৯১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

চেন্নাই টেস্টে শেষদিনে অ্যান্ডারসনের বোলিং নৈপুণ্যে টেস্ট জিতেছে ইংল্যান্ড। যার ফলে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮২৬ রেটিং নিয়ে তিনে উঠে এসেছেন তিনি। ৯০৮ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ৮৩০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড।

Related Articles

বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ডি ভিলিয়ার্স

ব্যর্থতার সব দায়ভার নিজের কাঁধে নিলেন বাউচার

বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ‘৩’ নতুন মুখ

ওয়াহর তোলা ছবি জিতল উইজডেনের বর্ষসেরার খেতাব