Scores

আইসিসি র‍্যাংকিংয়ে বোল্টের রাজসিক উত্থান

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় ‘লাফ’ দিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ভারতের বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ভালো করায় তিনি উঠে এসেছেন বোলারদের তালিকার শীর্ষ পাঁচে।

রাজসিক উত্থানে তৃতীয় স্থানে বোল্ট

দশম স্থানে থেকে ভারত সিরিজ শুরু করা এই পেসার আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে। বোলারদের তালিকার শীর্ষ দশে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান।

বোল্ট ছাড়াও র‍্যাংকিংয়ে উত্থান ঘটেছে ভারতীয় ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি, দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিজা হ্যান্ডরিক্স ও শন মার্শের। বোলারদের মধ্যে ভারতের যুযবেন্দ্র চাহাল, দক্ষিণ আফ্রিকার আলোচিত ক্রিকেটার অ্যান্ডিলে ফেলুকায়ো ও পাকিস্তানের শাহীন আফ্রিদি র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থানের উন্নতি ঘটিয়েছেন।

Also Read - রংপুর নাকি কুমিল্লা- কে হবে প্রথম ফাইনালিস্ট?


এছাড়াও নিজ নিজ দেশের হয়ে রেকর্ড গড়া অবস্থান অর্জন করেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মোহাম্মদ নাভিদ ও নেপালের বিস্ময়কর লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে।

দল হিসেবে ওয়ানডেতে শীর্ষে রয়েছে যথারীতি ইংল্যান্ড। ব্যাটসম্যানদের মধ্যে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিই রয়েছেন শীর্ষে। এছাড়া বোলারদের মধ্যে ভারতের জাসপ্রিত বুমরাহ ও অলরাউন্ডারদের তালিকায় আফগানিস্তানের রশিদ খান ১ নম্বর পজিশনে অবস্থান করছেন। বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের অবস্থান রশিদের ঠিক পরই।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং

দল-
১. ইংল্যান্ড
২. ভারত
৩. দক্ষিণ আফ্রিকা
৪. নিউজিল্যান্ড
৫. পাকিস্তান
৬. অস্ট্রেলিয়া
৭. বাংলাদেশ
৮. শ্রীলঙ্কা
৯. উইন্ডিজ
১০. আফগানিস্তান

ব্যাটসম্যান-
১. বিরাট কোহলি
২. রোহিত শর্মা
৩. রস টেলর
৪. জো রুট
৫. বাবর আজম
৬. ফ্যাফ ডু প্লেসিস
৭. শাই হোপ
৮. কুইন্টন ডি কক
৯. ফখর জামান
১০. শিখর ধাওয়ান

বোলার-
১. জাসপ্রিত বুমরাহ
২. রশিদ খান
৩. ট্রেন্ট বোল্ট
৪. কূলদ্বীপ যাদব
৫. যুযবেন্দ্র চাহাল
৬. মুস্তাফিজুর রহমান
৭. কাগিসো রাবাদা
৮. আদিল রশিদ
৯. মুজিব উর রহমান
১০. জশ হ্যাজলউড

অলরাউন্ডার-

১. রশিদ খান
২. সাকিব আল হাসান
৩. মোহাম্মদ নবী
৪. মোহাম্মদ হাফিজ
৫. মঈন আলী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব

টেস্ট র‍্যাংকিংয়ে রোহিত-অশ্বিনের উন্নতি, পেছালেন সাকিব

ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়েছেন সাকিব, বোলিংয়ে অবনমন

নতুন টেস্ট র‍্যাংকিংয়ের সেরা ১০ ব্যাটসম্যান

শীর্ষেই রইলেন সাকিব, উইলিয়ামসন-রয়ের উন্নতি