Scores

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি মিরাজ-লিটন-তাইজুলের

ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ শেষে ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডারদের নতুন র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত তালিকায় র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মিরাজ, লিটন ও তাইজুল।

লিটন-মিরাজের অর্ধশতকে এগোচ্ছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ টেস্ট সিরিজে ব্যাটিং এবং বোলিং- উভয় বিভাগে জ্বলে উঠেছেন বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই সিরিজে ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেয়েছেন এই অলরাউন্ডার। এক সেঞ্চুরি সহ চার ইনিংসে ব্যাট হাতে ৪৯.৫০ গড়ে ১৯৮ রান করেছেন মিরাজ।

Also Read - লিজেন্ডস কাপের সূচি প্রকাশ


বরাবরের মতো বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। দুই টেস্টে নিয়েছেন দশটি উইকেট। ফলে সম্প্রতি প্রকাশ হওয়া আইসিসি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন এই অলরাউন্ডার। প্রথমবারের মতো আইসিসি র‍্যাঙ্কিংয়ে ‘১১’ তে উঠেছেন তিনি। ২১২ রেটিং নিয়ে ১১তম স্থানে রয়েছেন মিরাজ।

মিরাজ বাদে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চারে রয়েছেন সাকিব আল হাসান। আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং বোলার তাইজুল ইসলাম। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৫০৭ রেটিং নিয়ে ৬৫ থেকে ৫৪ তে উঠে এসেছেন লিটন। র‍্যাঙ্কিংয়ে পদন্নোতি হয়েছে বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকের।

২২ থেকে ২৩-এ নেমে এসেছেন এই ব্যাটসম্যান। এছাড়াও ৫৬৬ রেটিং নিয়ে ৩৬তম স্থানে রয়েছেন মুমিনুল হক। ৫৭৯ রেটিং নিয়ে ৩২তম স্থানে রয়েছেন তামিম এবং মাত্র এক রেটিং কম নিয়ে তামিমের পরেই রয়েছেন সাকিব। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

ক্যারিবীয়দের বিপক্ষে বল হাতে দ্বিতীয় সর্বোচ্চ ১২টি উইকেট নিয়েছেন এই স্পিনার। ফলে র‍্যাঙ্কিংয়ে ২৭ থেকে ৬১০ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন তাইজুল। উমেশ যাদবের সঙ্গে সমান রেটিং নিয়ে যৌথভাবে ২৩তম স্থানে রয়েছেন সাকিব এবং চার রেটিং কম নিয়ে তার পরেই রয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও ৩৭৭ রেটিং নিয়ে ৪৬তম স্থানে রয়েছেন স্পিনার নাঈম হাসান এবং তিন রেটিং কম নিয়ে তারপরেই রয়েছেন পেসার আবু জায়েদ রাহী।

Related Articles

টেস্টে সুযোগ পেলে তাসকিনের মতো লম্বা স্পেলে বোলিং করতে চান শরিফুল

রাহী-তাইজুলদের নৈপুণ্যে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দিনে সমানে সমান লড়াই

রাহী-সৌম্যর কল্যাণে দ্বিতীয় সেশন বাংলাদেশের

নিজ প্রচেষ্টায় নিজেদের প্রস্তুত রেখেছেন রাহী, এবাদত, খালেদ