Scores

আইসিসি হল অব ফেম’এ নতুন তিন মুখ

আইসিসি হল অব ফেম’এ ২০১৯ সালে নতুন তিনজন যুক্ত হয়েছেন। তারা ভারতের শচীন টেন্ডুলকার, দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার ক্যাথরিন ফিজপ্যাট্রিক। লন্ডনে এক জমকালো আয়োজনের মাধ্যমে নতুন তিন জনকে পরিচয় করে দেয়া হয়।

অ্যালান বোর্ডার

ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেম’এ জায়গা পেয়েছেন শচীন। গত বছর (২০১৮) ভারতীয়দের মধ্যে রাহুল দ্রাবিড় যুক্ত হয়েছিলেন। আইসিসির এই অভিজাত তালিকায় নাম লেখানোর প্রথম শর্ত হল ক্রিকেটারকে কমপক্ষে ৫ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া হতে হবে। ২০১৩ সালের নভেম্বরে অবসরে যাওয়া ভারতীয় কিংবদন্তির তাই এই তালিকায় নাম তুলতে এত সময় লেগে গেল।

Also Read - তাসকিনের ৫, জয়ের জন্য মুমিনুলদের প্রয়োজন ৩২৭ রান


এই ডানহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে ২০০টি টেস্ট ও ৪৬৩টি একদিনের ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ ৩৪ হাজার ৩৪৭ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টি শতক করার রেকর্ড তার দখলে। ব্যাটসম্যান হিসেবে মূল পরিচিতি হলেও দুই সংস্করণ মিলিয়ে তার দখলে আছে ২০০টি উইকেট।

দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল ও দ্রুততম ফাস্ট বোলার ছিলেন ডোনাল্ড। দেশের হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি একদিনের ম্যাচ খেলা এই বোলারের দখলে যথাক্রমে ৩৩০ ও ২৭২টি উইকেট। টেস্ট ক্রিকেটে এখনো প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।

অষ্টম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেম’এ জায়গা করে নিয়েছেন ক্যাথরিন। এই অজি পেসার প্রায় ১৬ বছর ধরে নারী ক্রিকেট ইতিহাসে দ্রুততম বোলার ছিলেন। খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার হয়ে ২টি বিশ্বকাপ (১৯৯৭ ও ২০০৫) এবং কোচ হিসেবে একটি একদিনের বিশ্বকাপ ও ২টি টি-২০ বিশ্বকাপ জিতেছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৩টি টেস্টে ক্যাথরিন শিকার করেছেন ৬০টি উইকেট। ১০৯টি ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১৮০ উইকেট। ২০০০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত নানাসময়ে দীর্ঘদিন বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে ছিলেন তিনি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের বিপক্ষে একাধিক দিবারাত্রির ম্যাচ চায় অজিরা

স্মিথের ওপর চটেছেন চ্যাপেল, আত্মপক্ষ সমর্থন স্মিথের

নিউজিল্যান্ড সিরিজের জন্য অজিদের টেস্ট দল ঘোষণা

স্মিথের জন্য যে অভিজ্ঞতা এবারই প্রথম

বিব্রতকর রেকর্ডে বাংলাদেশকে টপকে গেল পাকিস্তান