Scores

আইসোলেশনে ইংল্যান্ড ক্রিকেটার অ্যালেক্স হেলস

করোনাভাইরাস আতঙ্কে স্থবির পুরো বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে মহামারি ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যান্য টুর্নামেন্টের মতই স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগ। যে লিগে অংশ নিয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলস। পাকিস্থান থেকে ফিরে নিজ দেশে আইসোলেশনে আছেন তিনি।

বিশ্বজুড়ে চলা প্রায় প্রতিটি টুর্নামেন্ট বন্ধ হয়ে গেলেও ঠিকঠাকই চলছিল পিএসএল। তবে মঙ্গলবার হঠাৎ করেই স্থগিত করে দেওয়া হয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তাৎক্ষনিকভাবে আসর বন্ধের কারণ হিসেবে জানানো হয়, পিএসএলের এক বিদেশি ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেছে। যদিও সে ক্রিকেটারের নাম প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Also Read - ক্রিকেটারদের করোনামুক্ত রাখতেই ডিপিএল চান সুজন


এদিকে পিএসএল স্থগিতের পর নিজ নিজ দেশে ফিরে গেছেন সকল বিদেশি ক্রিকেটার। নিজ দেশ ইংল্যান্ডে ফিরেছেন হেলসও। যেখানে করোনা আক্রান্ত সন্দেহে নিজেই আইসোলেশনে গেলেন হেলস৷ যদিও এখনও পরীক্ষা হয়নি ইংলিশ ওপেনারের৷

এ প্রসঙ্গে হেলস নিজের টুইটারে অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধারণা ও গুজব ক্রিকেট বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ অন্য অনেক বিদেশি ক্রিকেটারের মত আমিও পাকিস্তান ছেড়ে এসেছি কারণ করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে পৌঁছেছে৷ এ কথা ভেবেই বিদেশে আইসোলেশনে থাকার থেকে ঘরে আইসোলেসনে থাকা অনেক ভালো৷ তাই আমি দেশে ফেরার সিদ্ধান্ত নিই৷’

‘আমি শনিবার সকালে সম্পূর্ণ সুস্থভাবে দেশে ফিরি৷ রোববার সকাল থেকে জ্বর অনুভব করি৷ সরকারের ঘোষণা অনুযায়ী আমি নিজেই আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিই৷’ সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

পিএসএলে নিম্নমানের খাবার দেখে হেলসের মশকরা

মধ্যরাতে হেলসের এই ম্যাসেজেই বন্ধ হয়ে যায় পিএসএল

বিপিএল নয় বিগ ব্যাশ’কে বেছে নিলেন হেলস

“দলের আস্থা ভঙ্গ করেছেন অ্যালেক্স হেলস”

ইংল্যান্ড বিশ্বকাপ দল থেকে বাদ হেলস