Scores

আইসোলেশনে এবাদত-রাহী, চতুর্থ পরীক্ষা শুক্রবার

জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছে। তবে দলের বাকিদের সাথে এখনো যোগ দেওয়ার সুযোগ হয়নি টেস্ট দলের দুই পেসার আবু জায়েদ চৌধুরি রাহী ও এবাদত হোসেন। এখনো আইসোলেশনে আছেন তারা দুইজন।

আইসোলেশনে এবাদত-রাহী, চতুর্থ পরীক্ষা শুক্রবার

বাংলাদেশ দলেও কোভিড-১৯ হানা দিয়েছে। ফলে দলের সাথে যোগ দিতে দেরি হচ্ছে কয়েকজন ক্রিকেটারের। তরুণ ব্যাটসম্যান সাইফ হাসানের প্রথম দুইবারের পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছিল। তৃতীয় ও চতুর্থ পরীক্ষায় নেগেটিভ এসেছে। অনুশীলনে থাকা ১১ জন ক্রিকেটারের মধ্যে একজনের কোভিড-১৯ পজিটিভের খবরও মিলেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

Also Read - ধোনির ব্যাটিং মানতে পারছেন না ভারতীয়রা, টুইটারে নিন্দার ঝড়

তাই করোনার লক্ষণ প্রকাশ পাওয়া এবাদত ও রাহীকে আইসোলেশনে রাখা হয়। তিন বার পরীক্ষাও করানো হয়েছে। সতর্কতাবশত চতুর্থবারও পরীক্ষা করানো হবে তাদের। বাংলাদেশ দলের দুই সিলেটি পেসার রাহী ও এবাদতের চতুর্থবারের মতো করোনা পরীক্ষা করানো হবে আগামী ২৫ সেপ্টেম্বর (শুক্রবার)। নেগেটিভ ফলাফল আসলে ও  লক্ষণ না থাকলে তারপর দলে যোগ দেওয়ার অনুমতি মিলবে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ দল। তবে এখনো সফরের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাই বলে থেমে নেই ক্রিকেটাররা, ঠিকই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

বর্তমান সংকটময় এই পরিস্থিতিতে বিভিন্ন নিয়ম নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই বোর্ডের মতের মিল না হওয়ায় সফর নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার কথা থাকলেও তা নির্ধারিত দিনে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত একমাত্র সফল বোলার রাহী

রাহীর জীবনে স্বপ্নের উইকেট বিরাট কোহলি