আকবরদের মত ম্যাচ খেলার অভিজ্ঞতা চায় অনূর্ধ্ব-১৯ দল
মিরপুরে চলছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বিশেষ ক্যাম্প। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশকে বিশ্বকাপ এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। সেই দলের প্রায় সব ক্রিকেটারই যুব দলে খেলার বয়স হারিয়েছেন। তাই গঠন করা হয়েছে নতুন অনূর্ধ্ব-১৯ দল। আকবর আলীর দলের মত বর্তমান দলটিও অভিজ্ঞতা অর্জন করতে চায় বিদেশ সফরের মাধ্যমে।
করোনার হানায় গত মার্চে স্থবির হয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গন। যথারীতি রেশ ছিল ক্রিকেটেও। করোনা মহামারি শুরুর পর এখনো বাংলাদেশের কোনো পর্যায়ের ক্রিকেট দল বিদেশ সফরে যায়নি, এমনকি বিদেশি কোনো দলও বাংলাদেশে আসেনি। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। এতে স্বাস্থ্যবিধি মেনে বিদেশি দলগুলোর বাংলাদেশ সফরে আসার পথ সুগম হতে পারে।
Also Read - ম্যাচ জয় তো দূরের কথা, ভারতের ‘হোয়াইটওয়াশ’ দেখছেন ওয়াহআকবর আলীর দলের বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল ম্যাচ খেলার অভিজ্ঞতা। দুই বছর পুরো স্কোয়াড ছিল একসাথে। এই সময়ে অনুশীলন ও ক্যাম্পের পাশাপাশি নানা দেশের যুব দলের সাথে ম্যাচ খেলা হয়েছে। এই অভিজ্ঞতা টনিক হিসেবে কাজ করেছে দেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ে।
করোনাকালীন সময়ে বর্তমান অনূর্ধ্ব-১৯ দল অনুশীলন ও ক্যাম্পে নিজেদের ব্যস্ত রেখেছে। তবে একইসাথে বিদেশি দলগুলোর সাথে ম্যাচ খেলার অভিজ্ঞতাও চায় যুবারা।
যুবা দলের পেস বোলিং কোচ ও সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের বলেন, ‘আপনি তখনই ফল পাবেন যখন আমরা বাইরের দেশগুলোর সাথে ম্যাচ খেলতে পারব। বোর্ড থেকে চেষ্টা করা হচ্ছে, কিন্তু করোনার কারণে পারছে না। আমরা নিজেদের মধ্যে ম্যাচ খেলেছি এবং সামনে হয়ত আরও খেলব।’
তালহা জানান, যুবাদের ভালো প্রস্তুতির জন্য বাড়তে পারে স্কোয়াডের পরিধি, কিংবা যুক্ত হতে পারে পৃথক স্কোয়াড। বিশ্বকাপ জয়ের ‘লিগ্যাসি’ ধরে রাখা সহজ নয়। কিন্তু আকবরদের দেখানো পথে হাঁটতে নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত যুবারা, জানান তিনি। পেসারদের নিয়ে তালহার নিবিড় অনুশীলন চলছে বিরতিহীনভাবে।
তালহা বলেন, ‘আমরা সফরে যেতে পারছিনা, আমাদের দেশেও কেউ আসতে পারছে না। আমরা চেষ্টা করছি আমাদের সুবিধাগুলো দিয়ে যতটুকু সম্ভব ওদের ভালো বোলার বানানো যায়। আপনি যদি কষ্ট করেন যেকোনো কিছুই সম্ভব। এই ক্যাম্পে যারা আছে তারা প্রত্যেকেই পরিশ্রমী। তারা মানসিক ও শারীরিক সব দিক দিয়েই প্রস্তুত। ওদেরকে একটা জিনিস মাথায় দেওয়া হয়েছে- অনেক কষ্ট করতে হবে এবং ত্যাগ স্বীকার করতে হবে। তারাও প্রস্তুত। ত্যাগ স্বীকারের কথা বলেন, কঠোর পরিশ্রমের কথা বলেন; তারা কষ্ট করছে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।