আকবরের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও '১০' উইকেটের বড় পরাজয়
প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে কিছুটা ভালো করেও ঘুরে দাঁড়াতে পারেনি বিসিবি নর্থ জোন।

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-12-28T22:10:18+06:00
আপডেট হয়েছে - 2022-12-28T22:10:18+06:00
খেলার সারসংক্ষেপ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আকবর আলী ঝলক। তবুও হারতে হল বিসিবি নর্থ জোনকে। প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে কিছুটা ভালো করেও ঘুরে দাঁড়াতে পারেনি নর্থ জোন। মাত্র ৮১ রানের লিড নেওয়ার পর সেন্ট্রাল জোনের কাছে ১০ উইকেটের ব্যবধনে বড় পরাজয় আকবরদের।
৮৮ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি আকবর আলী।
চট্টগ্রামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে ছয় উইকেট হাতে ১২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নর্থ জোন। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নাসির হোসেন। আবু হায়দার রনির বলে ১১ বল থেকে মাত্র ১ রান করেই সাজঘরের পথে ধরেন তিনি।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক আকবর। ১১৬ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে করেন ৮৮ রান। নাসিরের মতো তিনিও রনির শিকারে পরিনত হন। আকবর ছাড়া তৃতীয় দিনে নর্থ জোনের আর কেউই সেভাবে সুবিধা করতে পারেননি। সেন্ট্রাল জোনকে মাত্র ৮২ রানের লক্ষ্য দেয় নর্থ জোন।
জবাবে ব্যাট করতে নেমে আবদুল্লাহ আল মামুন ও আব্দুল মজিদের ব্যাটে সহজ জয় পায় সেন্ট্রাল জোন। ৭০ বল থেকে মামুন করে ৬৬। আর ৩৬ বল খেলে মজিদের ব্যাট থেকে আসে ১৭ রান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
নর্থ জোন (প্রথম ইনিংস) : ১৬৯/১০ (৪৪.৪ ওভার)
সাইফ ৭৩, তানজিদ ২৭
মুশফিক ৩/৫৯, রনি ৩/৪৬
সেন্ট্রাল জোন (প্রথম ইনিংস) : ৩৩৫/১০ (৯২.৩ ওভার)
জাকির ১৩৮, শরিফুল্লাহ ৮৩
নাঈম ৩/৯১, শুভ ৩/৮১
নর্থ জোন (দ্বিতীয় ইনিংস) : ২৪৭/১০ (৬৭.৫ ওভার)
আকবর ৮৮, তুষার ৭২
রনি ৪/৬৬, মুশফিক ২/৭০
সেন্ট্রাল জোন (দ্বিতীয় ইনিংস) : ৮৫/০ (১৭.৪ ওভার)
মামুন ৬৬*, মজিদ ১৭*
ফল : সেন্ট্রাল জোন ১০ উইকেটে জয়ী।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।