Scores

আকরাম খান বাজাবেন আলোচিত সেই ঘণ্টা

শনিবার (৩ নভেম্বর) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। ঐতিহাসিক এই ম্যাচটি শুরু হবে ‘দ্যা ফাইভ মিনিটস বেল’ খ্যাত বিশালাকার এক ঘণ্টা বাজিয়ে।

আকরাম খান বাজাবেন আলোচিত সেই ঘণ্টা
এই সেই ঘণ্টা। ছবি: বিডিক্রিকটাইম

এই ভেন্যুতে ইতিহাসের প্রথম টেস্ট আয়োজন নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লর্ডস ও ইডেন গার্ডেনসের পর বিশ্বের তৃতীয় ভেন্যু হিসেবে সিলেটে টেস্টের উদ্বোধন হবে ‘দ্যা ফাইভ মিনিটস বেল’ বাজিয়ে। আর বেল বাজানোর গুরুত্বপূর্ণ কাজটি করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এর আগে ঘণ্টাটি বাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ম্যাচ রেফারিকেই। তবে পরিবর্তন এসেছে সিদ্ধান্তে। চলমান সিরিজে আকরাম দায়িত্ব পালন করছেন বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে। তাই তিনি রয়েছেন সিলেটে অবস্থানরত দলের সঙ্গেই।

সিলেটের আগে ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচ শুরু করতে দেখা গেছে কেবল দুটি ভেন্যুতে- লর্ডস ও ইডেন গার্ডেনস। ঐ দুই ভেন্যুতে প্রতি টেস্ট ম্যাচের আগেই পাঁচ মিনিট ব্যাপী এই ঘণ্টা বাজানো হয়, আর পাঁচ মিনিট বাজানো হয় বলে এই পরিচিতি ‘দ্যা ফাইভ মিনিটস বেল’ হিসেবে। সেই ঐতিহ্য ধরে রেখে সিলেটও হাঁটছে একই পথে। নয়নাভিরাম সৌন্দর্যের এই ভেন্যু তার টেস্ট অভিষেক থেকেই শুনতে পাবে ঘণ্টার শব্দ।

Also Read - দীর্ঘদিন পর টেস্ট খেলার আগে ইতিবাচক জিম্বাবুয়ে


ঘণ্টা বা বেলের পাশাপাশি সিলেটের অভিষেক টেস্টকে ঘিরে রয়েছে আরও নানা আয়োজন। যে মুদ্রা দিয়ে ঐতিহাসিক এই ম্যাচের টস হবে, সেটি বিশেষভাবে নির্মিত। ‘গ্লিম্পস অব সিলেট’ নামে একটি প্রকাশনাও বের করা হচ্ছে, ৩ নভেম্বর সকালে যার উন্মোচন হবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হাতে। এছাড়াও বাংলাদেশের হয়ে অতীতে টেস্ট খেলা ক্রিকেটারদেরও জানানো হয়েছে আমন্ত্রণ।

সাবেক ক্রিকেটারদের পাশাপাশি সম্মাননা স্মারক পাবেন দুই দলের ক্রিকেটাররাও। এমনকি স্মারক উপহার পাবেন সাংবাদিকরাও।

আরও পড়ুন: এখনও বাংলাদেশের চেয়ে এগিয়ে জিম্বাবুয়ে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

যুবাদের পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত বোর্ড সভায়

‘আগামী ৩-৪ বছর অনেক খেলোয়াড় উঠে আসবে’

এমন একটা ইনিংস ‘প্রাপ্য’ ছিল তামিমের

তামিমের রেকর্ডে ‘গর্বিত চাচা’ আকরাম খান

‘নিরাপত্তা নিয়ে এতো চিন্তা নেই, পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ’