SCORE

সর্বশেষ

আকাশচুম্বী দামে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিভি স্বত্ব বিক্রি

দীর্ঘ সময়ের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আর থাকছে না চ্যানেল নাইন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আগের চুক্তির মেয়ার শেষ হয়েছে মার্চে। চ্যানেল নাইন না থাকাতে আকাশচুম্বী দামে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিভি স্বত্ব কিনে নিয়েছে ফক্স স্পোর্টস ও চ্যানেল সেভেন। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি জানান ফক্স স্পোর্টসের প্রধান নির্বাহী।

আকাশচুম্বী দামে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিভি স্বত্ব বিক্রি

চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য চ্যানেল নাইন ও টেন স্পোর্টের কাছে দ্বিগুণ টাকা দাবী করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে সিএর প্রস্তাবে রাজি না হলে ১ বিলিয়নের বেশি মূল্যে আগামী ছয় বছরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার টিভি স্বত্ব কিনে নেয় ফক্স স্পোর্টস ও চ্যানেল সেভেন।

Also Read - টাইগার হয়ে উঠার ভিত্তি স্থাপিত হয়েছিল যেদিন

ফক্স স্পোর্টস ও চ্যানেল সেভেনের অধীনে ছেলেদের সব টেস্ট এবং মেয়েদের সব আন্তর্জাতিক ম্যাচ সম্প্রসার করবে চ্যানেল দুইটি। এছাড়াও প্রতি বছর অনুষ্ঠিত হওয়া বিগ ব্যাশ লীগের ছেলেদের  ৪৩টি ম্যাচ এবং মেয়েদের ২৩টি ম্যাচ সম্প্রসার করবে ফক্স স্পোর্টস ও চ্যানেল সেভেন। এছাড়াও ১৬টি এক্সক্লুসিভ ম্যাচ সম্প্রসার করবে ফক্স।

আন্তর্জাতিক এবং বিবিএল বাদেও শেফিল্ড শিল্ডের ম্যাচ স্ট্রিমিং করা হবে। শুধুমাত্র ফাইনাল ম্যাচটি সম্প্রসার করা হবে ফক্স চ্যানেলে। এইদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাশাপাশি ক্রিকেটের জন্য ফক্স ক্রিকেট চ্যানেল খুলেছে ফক্সটেল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্প্রসারের দায়িত্ব পাওয়াতে উচ্ছ্বাসিত ফক্সটেলের প্রধান নির্বাহী। অস্ট্রেলিয়া ক্রিকেট সমর্থকদের কথা মাথায় রেখে যেকোন ডিভাইস থেকে স্ট্রিম করার ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকদিন আগে আকাশচুম্বী দামে ভারতের টিভি স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

২০১২ সালে নিম্বাসের সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্কের ফাটল ধরলে ভারতের টিভি স্বত্ব কিনে নেয় স্টার ইন্ডিয়া। ২০১৮ সালে চুক্তির মেয়াদ শেষ হলে নিলামে জিও এবং সনি পিকচার্সকে পেছনে ফেলে ৮ হাজার কোটি রুপিতে পাঁচ বছরের জন্য ভারতের টিভি স্বত্ব পায় স্টার ইন্ডিয়া। ফক্স স্পোর্টস এবং চ্যানেল সেভেনের আগে ৫০০ মিলিয়নে ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্প্রসার স্বত্ব কিনেছিল চ্যানেল নাইন ও টেন স্পোর্ট।

আরও পড়ুনঃ সেঞ্চুরির হ্যাটট্রিক তুষারের

Related Articles

কমছে না স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের শাস্তি

এক ম্যাচে যত রেকর্ড অস্ট্রেলিয়ার

ফিক্সিংয়ে জড়িতদের নাম জানে সিএ!

পদত্যাগ করেছেন সিএ’র প্রধান নির্বাহী সাদারল্যান্ড

চারদিন টানা কেঁদেছিলেন স্মিথ!