Scores

আগাম উদযাপনে উইকেটরক্ষকের সাজা!

অদ্ভুত এক ব্যাপার ঘটল ক্রিকেটে! ব্যাটসম্যানকে আউট করার আগেই উদযাপন শুরু করায় জরিমানা গুনতে হয়েছে এক উইকেটরক্ষককে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগব্যাশে।

সম্প্রতি সিডনি থান্ডার্স ও পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচে সিডনি থান্ডার্সের অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান জ্যা লেন্টন কিপিংয়ের সময় এমন কাণ্ড ঘটান। প্রতিপক্ষ অধিনায়ক অ্যাডাম ভোগসকে আউট করার আগেই উইকেটের সেলিব্রেশন শুরু করেন তিনি। ইনিংসে নিজের দ্বিতীয় বলে বেরিয়ে এসে খেলতে গেলে বলের ফ্লাইট মিস করেন ভোগস। এমন সময়ে আউটের উদযাপন শুরু করেন লেন্টন। বিপদ বুঝতে পেরে ভোগস দাগের ভেতরে ঢুকে পড়েন। এরপর লেন্টন স্ট্যাম্প উপড়ে ফেললেও আউট হননি ভোগস। যদিও উইকেট বিলিয়ে এসেছেন ভেবে ড্রেসিংরুমের উদ্দেশ্যে হাঁটা ধরেন তিনি! পরে আম্পায়ার তাকে ফিরিয়ে আনেন।

উইকেটরক্ষক জ্যা লেন্টন ব্যাটের স্পর্শ ভেবে ক্যাচ আউট ধরে নিয়ে উদযাপন করলেও আদতে তা না হওয়ায় ম্যাচ অফিসিয়াল তাকে জরিমানা করেন!

Also Read - “জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে চিন্তিত নই”


নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিগ ব্যাশে নাম লেখালেন ডেল স্টেইন

বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার

ছাদযুক্ত মাঠে যখন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ!

বিগ ব্যাশকেও বিদায় বললেন ম্যাককালাম

বিগ ব্যাশের চেয়ে বিপিএল সেরা!