‘আগুনের সঙ্গে আগুন নিয়ে খেলতে হবে’, কিউইদের হারানোর প্রসঙ্গে ম্যাথিউস
নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে একমাত্র জয়টি পেয়েছিল ২০০৬ সালে মাহেলা জয়াবর্ধনের অধীনে। এরপর আর কোনো টেস্ট জয় নেই দলটির বিপক্ষে। এবার সেই আক্ষেপ ঘোচাতে ফের নিউজিল্যান্ডে পাড়ি জমাল লঙ্কানরা।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-03-08T00:37:11+06:00
আপডেট হয়েছে - 2023-03-08T00:37:11+06:00
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ থাকলে শ্রীলঙ্কার সামনে। তবে কাজটা যে সহজ হবে না লঙ্কানদের জন্য সেটি আগাম জানিয়ে রাখলেন দুই লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিমুথ করুনারত্নে।
অ্যাঞ্জেলো-ম্যাথিউস
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কন্ডিশনে মূলত উইকেটগুলো পেস বান্ধব থাকে। বিশেষ করে উপ-মহাদেশের দলগুলোর দুর্বলতাকে কাজে লাগিয়ে ফায়দা তুলে তাঁরা। এই তো গত বছর অসম্ভবকে সম্ভব করেছিল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকেই টেস্টে হারিয়ে দেয়। এমনকি কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তবে নিউজিল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কার রেকর্ড খুব একটা ভালো নয়।
এবার অবশ্য অনেক আশা নিয়েই কিউইদের বিপক্ষে নামবে। তাঁদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার সুযোগ থাকবে। তবে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতে পারবে তো লঙ্কান ব্যাটসম্যানরা? ম্যাথিউস বলছেন আগুনের সঙ্গে আগুন নিয়েই খেলতে হবে।
“নিউজিল্যান্ডের মাটিতে, নিউজিল্যান্ডকে হারানো অবশ্যই অনেক কঠিন কাজ। তবে শেষবার আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এখানে। তাঁরা আমাদের বিন্দুমাত্র ছাড় দিয়ে খেলবে না। তাই আগুনের বিপক্ষে আগুন নিয়েই খেলতে হবে।”
প্রথম টেস্টে ফলাফল বের করতে না পারলে কোনোরকম সমীকরণ ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারত। ম্যাথিউস নিজেও জানেন জয় ছাড়া স্বপ্নের ফাইনালে পৌঁছানোর কোনো বিকল্প রাস্তা নেই।
“অবশ্যই ইংল্যান্ড বর্তমানে ভিন্ন রকম ক্রিকেট খেলছে। আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা জানি ফাইনালে যেতে হলে আমাদের দুটো ম্যাচই জিততে হবে এবং ভালো খেলতে হবে। এটা খুবই সহজ সমীকরণ।”
আগামী ৯ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টটি। একই দিনে আরম্ভ হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচটিও। তবে ক্রাইস্টচার্চে টেস্টের আগে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।