আগেই বলেছিলাম ২০২৩ সাল ভালো যাবে : সাকিব

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-04-07T17:26:15+06:00
আপডেট হয়েছে - 2023-04-07T17:26:15+06:00
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ আর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাদ দিলে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টানা সাফল্য পাচ্ছে। হেরে যাওয়া হাতেগোনা ম্যাচগুলোতেও দলের পারফরম্যান্স যথেষ্ট সমীহ জাগানিয়া। জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আগেই বলেছিলেন, ২০২৩ সাল ভালো যাবে বাংলাদেশের। নিজের 'প্রেডিকশন' এভাবে মিলতে দেখে বেশ উচ্ছ্বসিত তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে গোটা সিরিজে আগ্রাসী ক্রিকেটের মানসিকতা দেখিয়েছে বাংলাদেশ। সাকিবের ভাষ্যমতে, এটাই বদলে যাওয়া বাংলাদেশ। তিনি বলেন, 'আমি তো আগেই বলেছিলাম ২০২৩ সাল আমাদের খুব ভালো যাবে। যেহেতু গুরুত্বপূর্ণ বছর, এশিয়া কাপ আছে বিশ্বকাপ আছে... পরবর্তী ৬ মাস যেন ভালো খেলতে পারি। প্রথম ৪ মাস বা প্রথম অর্ধ অনেক ভালো খেলেছি। অবশ্যই চেষ্টা থাকবে এটা ধরে রাখার। যেহেতু বেশিরভাগ ওয়ানডে খেলব, যে ফরম্যাটে আমরা অনেক ভালো।'
মানসিক উন্নতির কারণেই দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ দেখা যাচ্ছে দাবি করে সাকিব বলেন, 'মানসিক উন্নতিই সবচেয়ে বড় উন্নতি। টি-২০ বিশ্বকাপে শেষ ম্যাচের সময়ই আলোচনা করেছি, হয়ত এই বিশ্বকাপের আগরজন্ত আমরা নিজেদের অনেক ছোট দল মনে করতাম কিন্তু আমরা আসলে ছোট দল ছিলাম না। এই বিশ্বাস নিয়ে গেলে হয়ত সেমিফাইনাল খেলতাম। হয়ত ঐ জায়গাতেই ঘাটতি ছিল। এরপর থেকে চিত্না ছিল আমরা মানসিক্তয়ায় পরিবর্তন আনব। বিশেষ করে টি-২০ দলের সবাইকে দেখবেন মানসিক পরিবর্তন আছে সবার মধ্যে।'
এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে আগ্রাসী ক্রিকেটে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। সাকিব বলেন, 'হয়ত বেশিরভাগ ম্যাচেই আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করব আমরা। সবসময় হয়ত হবে না। কন্ডিশন, প্রতিপক্ষের ওপর নির্ভর করে। তবে আসতে আসতে হয়ত অনেক পজিটিভ খেলার চেষ্টা করব।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।