Scores

আগেভাগেই আইপিএল ছাড়বেন স্মিথ-ওয়ার্নার!

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে স্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নার দুজনই ফিরেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলে। আর ফেরার ক্ষেত্রে দুজন পেয়েছেন সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপকে।

আগেভাগেই আইপিএল ছাড়বেন স্মিথ-ওয়ার্নার!

সম্প্রতি আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্ব-চ্যাম্পিয়ন ও বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া স্মিথ ও ওয়ার্নার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন দলে।

Also Read - সুপার লিগে সাইফউদ্দিনের অগ্নিঝরা বোলিং


আগামী ২ মে থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি। সেই ন্যাশনাল ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা সব ক্রিকেটার। আর এই কারণে আইপিএল চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর শেষ হওয়ার আগেই ‘বিদায়’ বলতে হতে পারে স্মিথ ও ওয়ার্নারকে।

আইপিএলের চলতি আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে খেলা ওয়ার্নার। এখন পর্যন্ত একটি শতক ও দুটি অর্ধ শতকে তিনি করেছেন ৪০০ রান। অন্যদিকে স্টিভ স্মিথ রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ম্যাচে করেছেন ১৮৬ রান। তার ফর্ম ওয়ার্নারের মত দুর্দান্ত না হলেও প্রতি ম্যাচেই কেড়ে নিচ্ছেন আলো।

আগেভাগেই আইপিএল ছাড়বেন স্মিথ-ওয়ার্নার!

চলতি আসরে নকআউট পর্বের আগে রাজস্থান তাদের শেষ দুটি ম্যাচ খেলবে আগামী ৩০ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে) ও ৪ মে (দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে)। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ ২ মে (মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে) ও ৪ মে (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে) খেলবে নিজেদের শেষ ম্যাচ দুটি। ২ মে থেকে শুরু হওয়া জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতিতে যোগ দিতে হলে স্মিথ ও ওয়ার্নারকে এপ্রিলের শেষদিকেই বিদায় জানাতে হবে আইপিএলকে। সেক্ষেত্রে আইপিএলে এবারের আসরের অন্যতম বড় এই দুই তারকা দলকে বিদায় জানাবেন আইপিএল শেষ হওয়ার আগেই।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা অন্য অস্ট্রেলীয় ক্রিকেটারদেরও আইপিএল ছাড়তে হবে নিজ দলের খেলা শেষ হওয়ার আগে। স্মিথ ও ওয়ার্নার ছাড়াও বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে আইপিএল মাতাচ্ছেন পেসার জেসন বেহরেনডর্ফ ও অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের দুর্দান্ত জয়, ধাওয়ান-স্মিথের আক্ষেপ

ওয়ার্নারদের ঝড়ে উড়ে গেল ভারত

ঝড়ো শতকে স্টয়নিসের রেকর্ডের ফুলঝুরি

অবসর ভাঙছেন পন্টিং-ওয়ার্ন-গিলক্রিস্টরা!

চড়া দামে বিক্রি হল ওয়ার্নের ব্যাগি গ্রিন