
পুরনো চোট সারিয়ে তুলতেই আবারও নতুন করে চোটে পড়েছেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ফলে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) দলের গুরুত্বপূর্ণ সময়েই দেশে ফিরে আসতে হয়েছে তাকে।

ইপিএলের এলিমিনেটর ম্যাচে তামিমরা মাঠে নেমেছিলেন কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে। এই ম্যাচে আঙুলে চোট পান তামিম। চোটের পর আঙুল ফুলে গেছে, ম্যাচ খেলা তাই ঝুঁকিপূর্ণ হতে পারে। ঝুঁকি না নিয়ে তামিম তাই দেশে ফিরে এসেছেন।
Tamim scored 40 runs with 5 fours & 1 six
Scorecard- https://t.co/iRMbWi7H2D#EPL2021 pic.twitter.com/to8SJM2Yta
— bdcrictime.com (@BDCricTime) October 4, 2021
বিষয়টি বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছেন তামিম নিজেই। তামিম বলেন, ‘আজ সকালের ফ্লাইটে দেশে ফিরেছি। শেষ ম্যাচে আঙুলে ভালোই চোট লেগেছে। এখন ফুলে গেছে। সাবধানতার জন্য মনে হয়েছে না খেলাটাই ভালো হবে।’
বর্তমানে ঢাকায় নিজের বাসায় অবস্থান করছেন তামিম। সাবধানতার অংশ হিসেবে আপাতত ব্যাটিং বা অনুশীলন থেকে দূরে থাকবেন তিনি।
গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর বিশ্রামে যান তামিম। হাঁটুর চোট কাটিয়ে উঠতে তামিমের প্রয়োজন ছিল ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া। স্বভাবতই তাকে নিয়েই বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ।

তবে তামিম নিজ থেকেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান। এরপর ফেরার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন ইপিএলকে। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন পাঁচটি ম্যাচ, এর মধ্যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন চারটি ম্যাচে।
Tamim Iqbal makes EPL debut for Bhairahawa Gadiators
Live score- https://t.co/pFbwYsilRI#EPL2021 #Tamim #TI28 pic.twitter.com/sRkGE281aL
— bdcrictime.com (@BDCricTime) September 26, 2021
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পোখারা রাইনোসের মুখোমুখি হবে তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। তবে তামিম চোট পাওয়ায় দলকে খেলতে হবে এই তারকা ব্যাটসম্যানকে ছাড়াই। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভাইরাহাওয়া।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।