
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লী ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লীর অধিনায়ক রিশভ পান্ট।

১১ ম্যাচে ৭ জয় নিয়ে রাজস্থান প্লে-অফের লড়াইয়ে আছে ভালোভাবেই। তবে সমান ম্যাচ খেলে ৫ জয় পাওয়া দিল্লীর প্লে-অফ খেলা নিয়ে এখনও বেশ সংশয় রয়েছে। এই ম্যাচে তাই জয়ের জন্য মুখিয়ে থাকবে রিশভ পান্টের দল।
দিল্লীর একাদশে ২টি পরিবর্তন এসেছে, তবে দুটিই দেশি ক্রিকেটারদের কোটায়। ফলে এই ম্যাচেও খেলা হচ্ছে না বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। একাদশে ফিরেছেন ললিত যাদব ও চেতন সাকারিয়া। বাদ পড়েছেন রিপাল প্যাটেল ও খলিল আহমেদ।
We have 2⃣changes tonight 👇
Ripal 🔁 Lalit
Khaleel 🔁 Sakariya #RRvDC— Delhi Capitals (@DelhiCapitals) May 11, 2022
একটি পরিবর্তন এসেছে রাজস্থানের একাদশে। দেশে ফিরে যাওয়া শিমরন হেটমেয়ারের জায়গায় সুযোগ পেয়েছেন রাসি ভন ডার ডুসেন।
একনজরে দুই দলের একাদশ
দিল্লী ক্যাপিটালস
শ্রীকর ভারত, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্ট (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, ললিত যাদব, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অ্যানরিখ নরকিয়া ও চেতন সাকারিয়া।
রাজস্থান রয়্যালস
যশস্বী জাইসওয়াল, জস বাটলার, স্যাঞ্জু স্যামসন (অধিনায়ক), দেবদূত পাড়িকাল, রাসি ভন ডার ডুসেন, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ সেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।