Scores

আজীবন কলকাতার হয়ে খেলতে চান রাসেল

আইপিএলের প্রতি ক্রিকেটারদের মোহ নতুন কিছু নয়। আইপিএলে খেলার জন্য জাতীয় দলকে ‘না’ বলার অনেক দৃষ্টান্তও আছে। যথারীতি আন্দ্রে রাসেলও আইপিএলের বড় ভক্ত। শুধু আইপিএলের প্রতিই তার টান- এমন নয়। আইপিএলও অনেকটাই জৌলুস খুঁজে পায় রাসেলের কারণে।

আজীবন কলকাতার হয়ে খেলতে চান রাসেল

দীর্ঘ সময় ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলছেন রাসেল। ক্যারিবীয় এই ক্রিকেটার কলকাতার প্রতি এতটাই মজেছেন যে, তিনি এই দলের হয়েই বাকি জীবন আইপিএলে খেলতে চান।

Also Read - ভোটে কারচুপির অভিযোগ, রোহিতের ৩ লাখের বিপরীতে এবির ৩ হাজার!আইপিএলের বিগত ছয় আসরে কলকাতায় ছিলেন রাসেল। করোনাভাইরাস এসে পণ্ড না করলে এখনো হয়ত কলকাতার জার্সি গায়ে মাঠ মাতাতেন। তবে বর্তমান যাই হোক, ভবিষ্যতে তিনি কলকাতার জার্সি গায়ে জড়িয়ে রাখতে চান। আর ক্যারিয়ারের শেষ ম্যাচটাও খেলতে চান কলকাতার হয়ে। তার আগে শাহরুখ খানের মালিকানাধীন দলের হয়েই খেলে যেতে চান এই হার্ডহিটার ব্যাটসম্যান ও পেস বোলার।

রাসেল বলেন, ‘ছয় মৌসুম হয়ে গেল কেকেআরে আছি। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কার পেতে ভালোই লেগেছে।’ তবে এতেই তৃপ্ত নন রাসেল। করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া আইপিএল মাঠে দেখতে কেন তিনি মরিয়া, তা জানিয়ে বলেন, ‘কিন্তু আমি আরও কিছু চাই। চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। যাতে চ্যাম্পিয়ন হতে পারি, সেই কারণেই চাইছি এই বছর আইপিএল হোক।’

কলকাতার মালিক শাহরুখ খানের সাথে ভালো সখ্যতা রাসেলের। সেই অধিকারবোধ থেকেই হয়ত তার চাওয়া- আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলবেন কলকাতার হোম ভেন্যু ইডেন গার্ডেনসে।

রাসেল বলেন, ‘শাহরুখ ও কেকেআরের সব স্টাফদের বলব- এটাই আমার শেষ আইপিএল। আর এটাই কলকাতায় আমার শেষ হোম ম্যাচ। ইপিএলের মতো বড় ফুটবল লিগে যেমন হয় বা এনবিএ-তে বাস্কেটবল খেলোয়াড়রা যেভাবে ঘোষণা করেন যে এটাই শেষ ম্যাচ আর জনতার উদ্দেশে হাত নাড়েন, সেই মুহূর্ত না আসা পর্যন্ত কেকেআরে থাকতে চাই।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতীয় সাংবাদিককে মূর্খ বললেন অজি তারকা, টুইটারে ঝড়

চীনের স্পন্সরেই আইপিএল, ক্ষেপেছেন ভক্তরা

আইপিএলে কারও করোনা হলেই বদলি খেলোয়াড়

আইপিএলের ফিকশ্চার চূড়ান্ত, ফাইনালের সূচিতে পরিবর্তন

আইপিএলে মাঠে দর্শক প্রবেশের ভাবনা ইসিবির