

চলতি আইপিএলে নতুন দল মুম্বাইয়ের হয়ে প্রথম ছয় ম্যাচেই একাদশে ছিলেন মুস্তাফিজ। এই ৬ ম্যাচে নিয়েছেন ৭টি উইকেট। ২৪ এপ্রিল মুম্বাই ইডিয়ান্সের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ফিজ। সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে ৪ ওভারে দেন মাত্র ১৮ রান পাশাপাশি নিয়েছেন ১টি উইকেট। এরপর আকস্মিকভাবে পরের ম্যাচের একাদশে ছিলেন না ফিজ। এদিকে মুস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া বেন কাটিং একদমই সুবিধা করতে পারছেন না। এবারের আসরে ৫ ম্যাচে পেয়েছেন মাত্র ১টি উইকেট। আর কলকাতার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২ ওভারে দিয়েছেন ২৩ রান। ইডেন গার্ডেন্সে তাই কাটিংয়ের পরিবর্তে একাদশে সুযোগ মিলতে পারে মুস্তাফিজের।
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে ১০ ম্যাচে ৮ পয়েন্ট আছে মুম্বাইয়ের। পয়েন্ট টেবিলে অবস্থান পাঁচ নম্বরে। প্লে-অফ নিশ্চিত করতে শেষ চার ম্যাচের অন্তত তিনটিতে জিততে হবে রোহিত শর্মার দলকে। অন্যদিকে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই কলকাতা নাইট রাইডার্সও। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চারে অবস্থান শাহরুখ খানের দলের।
মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার অতিত অভিজ্ঞতা ভালো না। সর্বশেষ ৭ ম্যাচের ৭টিতেই মুম্বাইয়ের কাছে হেরেছে তারা। তাই, মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স। ৬ মে সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৮ রান তোলে কলকাতা। ঘরের মাঠে অতিত স্মৃতি ভুলতে চাইবে শাহরুখের দল। কলকাতার একাদশে পরিবর্তনের সম্ভাবনা একটি। মিচেল জনসনের পরিবর্তে একাদশে সুযোগ মিলতে পারে টম কুরানের।
[আরও পড়ুনঃ ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ইয়াসিন]