আজ দেশে ফিরছেন সাকিব
দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর আজ (৩১ আগস্ট) রাতে দেশে ফিরছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশে ফিরে সাকিব মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন। আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন তিনি।

বিশ্বজুড়ে ক’রোনা প্রাদুর্ভাব শুরুর পর যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে পাড়ি জমান সাকিব। সেখানেই গত এপ্রিলে তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়। এতদিন সাকিব পরবারের সাথেই সময় কাটিয়েছেন। তবে এবার ক্রিকেটে ফেরার পালা।
আইসিসির নিষেধাজ্ঞা পাওয়া সাকিব অবশ্য বিসিবির কোনো সহায়তা নিতে পারবেন না। তাই প্রত্যাবর্তনের প্রস্তুতির জন্য বেছে নিয়েছেন নিজের শিক্ষালয় বিকেএসপিকে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ে ট্রানজিট করে সোমবার রাতে ঢাকায় পা রাখবেন সাকিব। কয়েকদিন থাকবেন বনানীতে নিজের বাসায়। এরপর বিকেএসপিতে নামবেন নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে।
অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সাকিব দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারবেন না, যেতে হবে পৃথকভাবে।
সাকিব দেশে ফিরলেও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির, বড় মেয়ে আলাইনা হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান যুক্তরাষ্ট্রেই থাকছেন। তাদের সাথে আছেন সাকিবের রত্নগর্ভা মা শিরীন আক্তার। শ্রীলঙ্কা সিরিজ শেষ করে সাকিব আবারো ফিরতে পারেন নিউইয়র্কে, পরিবারের কাছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।