Scores

আত্মহত্যার চেষ্টা করেছেন সানির স্ত্রী!

arafat sunny wife

আত্মহত্যার চেষ্টা করেছেন ক্রিকেটার আরাফাত সানির দ্বিতীয় স্ত্রী নাসরিন সুলতানা। সম্প্রতি ঘুমের ঔষধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত শঙ্কামুক্ত তিনি।

বৃহস্পতিবার আরাফাত সানির সাথে নাসরিন সুলতানার বাকবিতণ্ডা হয়। এরপর নাসরিন নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। অনেকক্ষণ ধরে তার সাড়া না পেয়ে ঘরের লোকেরা রুমে প্রবেশ করে দেখেন তিনি অচেতন হয়ে পড়ে আছেন।

Also Read - দম্ভ ভুলে ম্যাচ বাঁচানোর লড়াই


এ সময় তার পাশে ঘুমের ঔষধ এবং একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল- ‘আমাকে আমার মতো মরতে দাও। আমার আজকের অবস্থার জন্য সানি দায়ী। আল্লাহ যেন তার বিচার করেন।’

তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাসরিনকে। ধানমন্ডির রেনেসাঁ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় মুমূর্ষু অবস্থায়। যদিও শঙ্কা কাটিয়ে ওঠায় এখন কেবিনে স্থানান্তর করা হয়েছে তাকে।

তবে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন ধানমন্ডি মডেল থানার ওসি আব্দুল লতিফ এবং পুলিশের তেজগাঁও থানার উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার। ধারণা করা হচ্ছে, আরাফাত সানি তার প্রথম স্ত্রীকে তালাক না দেওয়া-জনিত কারণে এমন কান্ড ঘটিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী নাসরিন সুলতানা।

ইতোপূর্বে তাদের মনমালিন্যের জের ধরে জেলও খাটতে হয়েছে জাতীয় দলের একসময়ের প্রতাপশালী অফস্পিনার আরাফাত সানিকে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ায় সমর্থকের আত্মহত্যা

কোহলির ব্যাটিং ব্যর্থতায় বৃদ্ধের আত্মহত্যা!

বুমরার অভিমানী দাদার আত্মহত্যা!