Scores

আনুশকাকে রেখেই অস্ট্রেলিয়ায় ছুটবেন কোহলি

ক্রিকেটপাড়া আর বলিউডপাড়াই দু জায়গাতেই বড় খবর হয়ে এসেছে ‘বিরুশকা’ জুটির সন্তান আগমনের খবর। আগামী বছরের শুরুতেই পৃথিবীর মুখ দেখবে বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রথম সন্তান। তবে গর্ভধারণের গুরুত্বপূর্ণ সময়টাতে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকা হবে না কোহলির।

কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি
এই ছবি দিয়েই সুখবর জানিয়েছেন কোহলি ও আনুশকা। টুইটার

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় যাবে ভারত জাতীয় দল। ভারত অস্ট্রেলিয়া দুই দেশের ক্রিকেটেই এখনই রোমাঞ্চ ছড়ানো শুরু করেছে দ্বিপাক্ষিক এই সিরিজ। অস্ট্রেলিয়া যেমনি এই সিরিজে ভালো করতে মুখিয়ে আছে, একইভাবে ভারতও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের জাত চেনাতে মরিয়া। এই সিরিজে তাই উভয় দলের বড় বড় সব তারকাই অংশ নেবেন।

Also Read - ব্রডকাস্টারের হুমকিতে বিপাকে ক্রিকেট অস্ট্রেলিয়া


আর সিরিজে খেলার জন্যই স্ত্রীকে রেখে ভারত ছাড়বেন কোহলি। সাধারণত ভারতের বিদেশ সফরে কোহলির সাথেই থাকেন আনুশকা। তবে গর্ভধারণের শেষ পর্যায়ে আনুশকার সেই সুযোগ থাকবে না। আবার অস্ট্রেলিয়া সফরের মত বড় মঞ্চে ভারতও অধিনায়ককে ছাড়তে চাইবে না, এমনকি খোদ কোহলিও চাইবেন না এই সিরিজ হাতছাড়া করতে।

কোহলি দলের সাথে অস্ট্রেলিয়া সফরে যাবেন বলে আশাবাদ বিসিসিআইয়েরও। টাইমস অব ইন্ডিয়াকে সংস্থাটির এক কর্মকর্তা বলেছেন, ‘কোহলি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। অন্তত এখন পর্যন্ত সে না যাওয়ার ব্যাপারে কিছু বলিনি। যদি সফরের মাঝপথে তাকে চলে আসতে হয়, তাহলে সেটাও এখন পর্যন্ত বোর্ডকে বলেনি। অবশ্য সিরিজ শুরুর আগে অনেক সময় হাতে আছে।’


অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ রেকর্ড কোহলির। ৫৫ গড়ে ছয়টি সেঞ্চুরিসহ ১২৭৪ রান আছে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের দ্বিপাক্ষিক লড়াই। সিরিজে চারটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বিগ ব্যাশে খেলবেন না স্মিথ

অস্ট্রেলিয়া স্কোয়াড : দীর্ঘ দিন পর হেনরিকস, দুই নতুন মুখ

ভারত-অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজের সূচি চূড়ান্ত

ডিসেম্বরেই দর্শক ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে!

বদলে যাচ্ছে বিগ ব্যাশের বহুল আলোচিত নিয়ম