Scores

আন্তর্জাতিক ও আইপিএল থেকে অবসর নিলেন যুবরাজ

নিজের সময়ের অন্যতম সেরা ভারতীয় অলরাউন্ডার ছিলেন যুবরাজ সিং। আন্তর্জাতিক ক্রিকেট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

 

ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের পেছনে বল-ব্যাট হাতে অসামান্য ভূমিকা রাখেন যুবরাজ সিং।
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের পেছনে বল-ব্যাট হাতে অসামান্য ভূমিকা রাখেন যুবরাজ সিং।

 

Also Read - গেইলের অনুরোধও প্রত্যাখ্যান করেছে আইসিসি


মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে যুবরাজ তার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভারতের হয়ে ২০১৭ সালের জুনে সর্বশেষ মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরেই দেখা না গেলেও আইপিএলের অংশ হয়ে ছিলেন তিনি। তবে এবার আইপিএল থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন যুবি।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- ৩ বিভাগেই দারুণ দক্ষতা সম্পূর্ণ এক ক্রিকেটার যুবরাজ। ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি একদিনের ম্যাচ ও ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করেছেন মোট ১১৭৭৮ রান। বল হাতে শিকার করেছেন মোট ১৪৮ উইকেট।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ৭ম সর্বোচ্চ ওডিআই রানের মালিক তিনি। একদিনের ক্রিকেটে তার সংগ্রহ ৮৭০১ রান। বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান ২২তম। এছাড়া একদিনের ক্রিকেটে ১১১টি উইকেটও আছে তার ঝুলিতে। টেস্ট ক্রিকেটে তার সংগ্রহ ১৯০০ রান ও টি-২০ ক্রিকেটে করেছেন ১১৭৭ রান। বল হাতে নিয়েছেন ২৮ উইকেট।

৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য ছিল ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে। ভারতের ২য় শিরোপা জয়ের অন্যতম ক্যারিগর ছিলেন। ব্যাট হাতে ৪ অর্ধশতক, ১ শতকে ৩৬২ রান ও বল হাতে ১৫টি উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন যুবরাজ।

২০০০ সালে জাতীয় দলে অভিষেক হওয়া যুবরাজ ক্যারিয়ারে বিভিন্ন রেকর্ড গড়েছেন। যারমধ্যে সর্বোচ্চ উচ্চারিত ছয় বলে ছয় ছক্কা। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রডকে উড়িয়ে ১ ওভারের ৬টি বলই মাঠের বাইরে পাঠিয়ে গড়েছিলেন রেকর্ড।

ক্রিকেট মাঠে দাপুটে খেলে বেড়ানো এই মানুষটি জীবনযুদ্ধেই জয়ী হয়েছেন। দুই ফুসফুসের মধ্যবর্তী স্থানে টিউমার আক্রমণ করে জীবন সংশয়ে ফেলে দিয়েছিল যুবরাজের। তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে ও সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে আবারো ক্রিকেট মাঠে ফিরেছিলেন তিনি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘ব্রাভো-নারাইনদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করেছে আইপিএল’

আইপিএলের জন্য সিরিজ পেছাল ইংল্যান্ডও

রোহিতদের জন্য পুরো ভবনই ভাড়া নিবে মুম্বাই

স্পন্সর নিয়ে ভারতীয়রাই উপহাস করছে আইপিএলকে

ক্ষমা চেয়েও চাকরি ফিরে পেলেন না সঞ্জয়