আন্তর্জাতিক ক্যারিয়ারে আফিফ বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি : হান্নান
১০০টির বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা আফিফের এইচপি দলে থাকার ব্যাখ্যা দিয়েছে নির্বাচক হান্নান সরকার

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-07-13T15:16:58+06:00
আপডেট হয়েছে - 2024-07-13T15:16:58+06:00
দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশের কোন দল। হাইপারফরম্যান্স দলের এই সফরে দল গঠনে প্রাধান্য দেয়া হয়েছে বয়সভিত্তিক ক্রিকেটে ভালো করা ক্রিকেটারদের। পাশাপাশি আছেন টেস্ট দলে খেলা মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, সাদমান ইসলামরা। ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব ভারের দায়িত্ব দেওয়া হয়েছে আফিফ হোসেনকে। শতাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা আফিফকে এইচপি দলের রাখার ব্যাখ্যা দিয়েছেন হান্নান সরকার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন আফিফ
হাইপারফরম্যান্স দলের অস্ট্রেলিয়ার সফর নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন নির্বাচক হান্নান সরকার। জানিয়েছেন, আফিফ পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি আন্তর্জাতিক ক্রিকেটে। কন্ডিশনের সুবিধা নেওয়ার চিন্তাও ছিল তাদের জানান তিনি।
হান্নান বলেন, " (১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আফিফের বদলে অন্য কাউকে রাখা) এভাবে বললে অনেক কিছু ভাবা যেত। আমরা তিনজন নির্বাচক অনেক আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। কন্ডিশনে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছি। আফিফ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে আছে। বিশ্বকাপে দলের সাথে গিয়েছিল খেলার সুযোগ হয়নি। আফিফের নিয়মিত ম্যাচ খেলার সংখ্যাটা দেখলে দেখবেন খুব বেশি ম্যাচ খেলেনি বা যতটা খেলার কথা ছিল তেমন খেলেনি। সাত-আট বছর আন্তর্জাতিক ক্যারিয়ারে সে খুব বেশি ম্যাচ খেলেনি। সেসব বিচার-বিশ্লেষণ করেই তাকে দলে নেওয়া হয়েছে।"
জাতীয় দলের হয়ে টানা ৬১ টি-টোয়েন্টি খেলেছেন আফিফ হোসেন। একটানা সবচেয়ে টি-টোয়েন্টি খেলার রেকর্ড তার। আফিফের পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়া নিয়ে হান্নানের মন্তব্য, তিনি আফিফের সামগ্রিক ক্যারিয়ারের কথা বলেছেন। আশা করছেন, নিজেকে প্রমাণ করবেন আফিফ।
"আমি শুধু টি-টোয়েন্টি বোঝাতে চাইনি, পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বলেছি। সে এখানে ওয়ানডে অধিনায়ক, ওয়ানডে, টি-টোয়েন্টি দুইটাই খেলছে। আপনি যেটা বললেন সেটাই বলে দিচ্ছে টি-টোয়েন্টি সিলেকশনের ক্ষেত্রে আমরা আফিফকে চিন্তা করতেই পারি। ৬১টা ম্যাচ খেলার পর সে দলের বাইরে, সেই জায়গা থেকে তার জন্য নিজেকে প্রমাণ করার সুযোগ।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।