Scores

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন যুবরাজ!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চিন্তা-ভাবনা করছেন ভারতের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। দেশটির ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের অনুমতি পেলেই চূড়ান্তে সিদ্ধান্তে পৌঁছাবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।সাদা পোশাকের ক্রিকেটে অতটা উজ্জ্বল না থাকলেও লিমিটেড ওভার ক্রিকেটে বেশ দাপিয়ে বেড়িয়েছেন যুবরাজ সিং। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ে তো তার অবদান অনেক বেশি। পুরো বিশ্বকাপে অলরাউন্ডিং পারফরম্যান্সের টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন যুবরাজ। তবে এখন আর জাতীয় দলে নিয়মিত নন।

Also Read - ৪০ সংখ্যায় সৌভাগ্যে বয়ে আনবে উইন্ডিজের জন্য!

জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার সম্ভবনা একবারেই ক্ষীণ। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চিন্তা-ভাবনা করছেন যুবরাজ। মূলত বিভিন্ন টি-টোয়েন্টি লিগ থেকে প্রস্তাব আসছে যুবরাজের কাছে। ভারতের ক্রিকেটের নিয়মে আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোন খেলোয়াড়ের বিদেশি ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টুর্নামেন্টে খেলার নিয়ম নেই।

নিজের বর্তমান বয়স ও ফিটনেসও আন্তর্জাতিক ক্রিকেটার খেলার জন্য উপযুক্ত নয়। তাই চূড়ান্ত সিদ্ধান্তর জন্য বিসিসিআইয়ের দিকে তাকিয়ে রয়েছেন যুবরাজ। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান,

যুবরাজ সিং আন্তর্জাতিক ক্রিকেট ও ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ও বিসিসিআই থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার ব্যাপারে আরও পরিষ্কার হতে চায়। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও আয়ারল্যান্ডে ইউরো টি-টোয়েন্টি স্ল্যামে খেলার জন্য প্রস্তাব পেয়েছে।”

প্রশ্ন উঠেছে বীরেন্দর শেবাগ ও জহির খান যদি টি-টেন টুর্নামেন্টে অংশ নিতে পারে তাহলে কেন যুবরাজ সিংয়ের অংশগ্রহণে এত প্রশ্ন উঠছে? সেই উত্তরে বিসিসিআইয়ের কর্মকর্তা বলেন,

“টি-টেন টুর্নামেন্ট হয়ত আইসিসির থেকে সবুজ সংকেত পেয়েছে কিন্তু সেটি এখনো জনপ্রিয় লিগ হয়ে উঠেনি। তবে হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে ভাবছি।”

ভারতের জাতীয় দলের হয়ে ৪০ টেস্ট , ৩০৪ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে যুবরাজ সিংয়ের।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠলে এশিয়া কাপ খেলবে ভারত

সিমন্সের চাওয়া এবার যেন বাছাইপর্ব খেলতে না হয় পোলার্ডদের

হেসেখেলে লঙ্কানদের হারিয়ে ইংল্যান্ডের রেকর্ড

দুর্দান্ত অভিষেকের পরও অসন্তুষ্ট সুন্দরের বাবা

ভারতে বসে পাকিস্তানে ‘অফিস’ করছেন দক্ষিণ আফ্রিকার অ্যানালিস্ট