Scores

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত হলেন রবিনসন

প্রায় ৯ বছর আগে এক ভুল করেছিলেন ওলি রবিনসন। অনেক দেরিতে হলেও সেই ভুলের জন্য তাকে শাস্তি পেতে হলো। এশীয় ও মুসলিমদের নিয়ে বর্ণ ও লিঙ্গবৈষম্যমূলক সেই টুইট বার্তার জন্য রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত হলেন রবিনসন
ওলি রবিনসন

গত ২ জুন লর্ডসে ২৭ বছর বয়সে অভিষেক হয় রবিনসনের। প্রথম দিনে দারুণ বোলিং করে নজর কাড়েন। তবে সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে প্রায় ৮ বছর আগে করা তার টুইট বার্তা। যেখানে মুসলিম ও এশীয়দের প্রতি বিদ্বেষমূলক ও আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। ১৮ বছর বয়সে এই টুইট বার্তাটি লিখেছিলেন রবিনসন। যার জন্য তিনি ক্ষমাও চান কিন্তু ছাড় পেলেন না।

লর্ডস টেস্ট শেষ হওয়ার দিনে রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করেছে ইসিবি। তার এই টুইট বার্তা নিয়ে তদন্ত করা হবে, এইজন্যই তাকে বরখাস্ত করা হয়েছে। আগামী ১০ জুন থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য এই পেসারকে বিবেচনা করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসিবি। ফলে রবিনসনকে এখন জাতীয় দল থেকে ফিরে যেতে হবে ঘরোয়া ক্রিকেটে।

Also Read - জয়ের 'লোভ' সামলে ড্র করল ইংল্যান্ড


এর আগে টুইট বার্তা ভাইরাল হওয়ার পরে ক্ষমা চেয়ে একটি বিবৃতিও দেন রবিনসন। তিনি বলেন,

‘আমি নিজের এমন মন্তব্যের জন্য খুবই লজ্জিত। আমার পরিস্থিতি তখন যেমনই হোক, বিচার বিবেচনা না করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কোনওরকম ব্যাখা হয় না। সেই সময় থেকে আমি মানুষ হিসেবে অনেকটাই পরিপক্ক হয়েছি এবং আমি নিজের ভুলের জন্য লজ্জিত। আমার কথায় আঘাতপ্রাপ্ত সকলের কাছে আমি ক্ষমা চাইছি।’

উল্লেখ্য, লর্ডস টেস্টের প্রথম ইনিংসে রবিনসন বল হাতে ৪টি উইকেট শিকার করেছিলেন এবং করেছিলে ৪২ রান। দ্বিতীয় ইনিংসেও ৩টি উইকেট শিকার করেন তিনি। টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।

Related Articles

ভারতকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল নিউজিল্যান্ড

আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ

সাড়ে ‘৫’ বছর পর টি-টোয়েন্টি দলে ওকস

ভারতকে কটাক্ষ : শঙ্কায় ম্যাককালাম-মরগানের আইপিএল ভবিষ্যৎ

লুঙ্গি-নরকিয়ার তোপে ‘১০০’ রানও করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ