আপনি একজন বাংলাদেশি খেলোয়াড়, ওই মানের খেলা খেলুন : শেবাগ
সাকিবকে টি-টোয়েন্টিতে আর দেখতে চান না শেবাগ

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-06-11T12:29:21+06:00
আপডেট হয়েছে - 2024-06-11T12:29:21+06:00
টি-টোয়েন্টি বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ম্যাচে দারুণ লড়াই করলেও পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। এই ম্যাচে ভালো করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। যা নিয়ে সমালোচনা করেছেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর শেবাগ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
১১৪ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৩ রানেই আনরিখ নর্কিয়ার বলে পুল শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন সাকিব। ম্যাচের এমন মুহূর্তে সাকিবের এমন ব্যাটিংয়ে সমালোচনায় মেতেছেন শেবাগ। জানান, সাকিবের খেলায় অভিজ্ঞতা ছাপ দেখতে পাননি তিনি। সাকিবকে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সেই মানের খেলা খেলতে বলেছেন এই সাবেক তারকা।
ক্রিকবাজকে শেবাগ বলেন, " সে যদি অভিজ্ঞতার কারণে দলে থাকে, তাহলে আমরা সেটা দেখতে পাইনি। অন্তত কিছু সময় উইকেটে কাটান, আপনি (সাকিব আল হাসান) হেইডেন বা গিলক্রিস্ট নন যে কি না শর্ট বলে পুল শট খেলতে পারে। আপনি একজন বাংলাদেশি খেলোয়াড়, ওই মানের খেলা খেলুন। যখন আপনি পুল বা হুক খেলতে পারবেন না তখন যেসব শট আপনি জানেন সেগুলোই খেলুন।"
সাকিবকে তার পারফরম্যান্সের জন্য লজ্জিত হওয়া উচিত বলছেন শেবাগ। বলছেন টি-টোয়েন্টিতে সাকিবের সময় শেষ হয়েছে।
"আমি মনে করি, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সাকিবের টি-টোয়েন্টি ক্রিকেটের সময় শেষ হয়েছে। সে লম্বা সময় ধরে অধিনায়ক ছিল। সে একজন সিনিয়র খেলোয়াড় এবং এরপর যদি তার খেলা এমন হয় তাহলে তার লজ্জিত হওয়া উচিত, তাইনা?"
সাকিবকে অবসর নিতে বলেছেন শেবাগ। উদাহরণ দেন নিজের কথা বলে। তাই সাকিবকে খেলানো হোক বা সাকিব খেলুন এমন চান না এই সাবেক তারকা।
"তার নিজেরও বোঝা উচিত তার টি-টোয়েন্টি খেলা উচিত নয়, অবসর নেওয়া উচিত। আমি যখন ২০১২ সালে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলাম তখন আমি ডেল স্টেইন, মরনে মরকেল, আফগানিস্তানের বাঁহাতি পেসার কারোর বিরুদ্ধেই রান করতে পারছিলাম না। তাই আমি নির্বাচকদের জানিয়ে দেই আমাকে টি-টোয়েন্টিতে আর বিবেচনা করবেন না। দিনশেষে আপনি নিজের লেভেল সম্পর্কে জানেন এবং যখন আপনি অবদান রাখতে পারবেন না তখন খেলে কি লাভ? তাই আমি মনে করি না, সে খেলুক বা তাকে খেলানো হোক।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।