██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আফগানদের কাছে হারের পর সাবেকদের তোপের মুখে শাদাব

বেশ কয়েকটি ক্লোজ ম্যাচ হারের পর অবশেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছে আফগানিস্তান। অবশ্য এখানে তরুণদেরও দোষ দিচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক শাদাব।

আফগানদের কাছে হারের পর সাবেকদের তোপের মুখে শাদাব

প্রকাশিত হয়েছে - 2023-03-26T14:21:31+06:00

আপডেট হয়েছে - 2023-03-26T14:21:31+06:00

আফগানিস্তানের কাছে হারায় শাদাব খানকে ধুয়ে দিলেন পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার সালমান বাট ও উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। তাঁদের মতে বাকি ক্রিকেটারদের চেয়ে দোষ বেশি শাদাবের।

আফগানদের-বিপক্ষে-টি-টোয়েন্টির-নেতৃত্বে-শাদাব

শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে হারিয়েছে আফগানরা। তবে ম্যাচটি টি-টোয়েন্টিসুলভ ছিল তা মোটেও বলা যাবে না। এছাড়াও পাকিস্তান দলে নেই অভিজ্ঞ ক্রিকেটাররা। তারুণ্যনির্ভর দল নিয়ে আফগানদের কাছে হারায় শাদাবের মুণ্ডপাত করলেন কামরান আকমল। নিজের ইউটিব চ্যানেলে শাদাবের সমলোচনা করে বলেন,

নতুন কোচ (আব্দুর রেহমান) নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই তিনি পুরোপুরি শাদাবের ওপর নির্ভরশীল। শাদাব একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং বিগত দুই-তিন বছর ধরে দলের সহ-অধিনায়ক। সে পিচ পুরোপুরি পড়তে পারেনি। সে এটিও বুঝতে পারেনি এ ধরণের উইকেটে কী ধরণের বোলিংয়ের প্রয়োজন হয়।”

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

আফগানদের বিপক্ষে বাবর, শাহিন, রিজওয়ান খেলবেন না তা আগেই বলা হয়েছি। তাঁদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে পিএসএলে পারফর্ম করা তরুণদের। কামরানের প্রশ্ন, সিনিয়দের যেখানে বিশ্রাম দেওয়া হয়েছে সেখানে শান মাসুদ ও ইফতিখার আহমেদের মতো ক্রিকেটারদের কেনো রাখা হলো না।

“আপনি আপনার দলের পাঁচ মূল ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন। তো কেনো শান ও ইফতিখারের মতো ক্রিকেটারকে বাদ দিয়েছেন? আপনি যদি তাঁদের বাদই দিতে চাইতেন তাহলে প্রথমে নির্বাচকদের বলে তাঁদের বিশ্রামে পাঠানোর প্রয়োজন ছিল। পাশাপাশি তাঁদের বাদ দিলে সেই চাপ নেওয়ার ক্ষমতাও থাকতে হবে আপনার। আপনি যখন চার-পাঁচজন নতুন ক্রিকেটার নিয়ে খেলবেন এবং তিন জন পুরনোদের কামব্যাক করাবেন- তখন ম্যাচ জেতা কঠিন।”

কামরানের মতো শাদাবের সমলোচনা করেছেন আরেক সাবেক ক্রিকেটার সালমান বাট। মূলত উইকেট ঠিকমতো পড়তে না পারায় তিনি শাদাবের নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে তাঁর অধিনায়কত্ব নিয়েও কঠোর সমলোচনা করেন সালমান।

“উইকেট মন্থর ছিল। সেটা জানা স্বত্বেও শাদাব পেসারদের দিয়ে বোলিং করিয়েছেন এবং নিজেও বেশি গতিতে বোলিং করেছেন। নাজিব যখন ক্রিজে আসল, তখন স্লিপে কোনো ফিল্ডার রাখা হয়নি। আফগান ব্যাটাররা এহসানউল্লাহকে খেলতে কষ্ট হচ্ছিল তারপরও শাদাব ফিল্ডারদের বাউন্ডারি লাইনে রেখেছিলেন। তুমি কী বুঝে এই উইকেটে ব্যাটিং নাও? তাঁর মানে তোমার এসব সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই।”

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.