আফগানদের বিপক্ষে বিশ্রামে রিজওয়ান, বাবর ও শাহীন, নেতৃত্বে শাদাব
২০২১ সালের জানুয়ারি থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সর্বমোট ১৫০টি ম্যাচ খেলেছেন পাকিস্তান দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম খেলেছেন ১২৭টি।

প্রকাশিত হয়েছে - 2023-03-13T17:31:41+06:00
আপডেট হয়েছে - 2023-03-13T17:31:41+06:00
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন চার নতুন ক্রিকেটার। তাছাড়াও দলে ফিরলেন ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ। আগামী ২৪ মার্চ শারজাহতে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের লড়াই।
টি-টোয়েন্টি-দলে-ফিরলেন-ইমাদ-ওয়াসিম
কদিন ধরেই গুঞ্জন ছিল পাকিস্তান দলের তারকা ক্রিকেটার ‘ওয়ার্কলোডের’ বিষয়টি মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। বাবর না থাকলে নেতৃত্ব দিতে পারেন পেসার শাহীন শাহ আফ্রিদি। তবে আফগানদের বিপক্ষে সিরিজ খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন বাবর ও রিজওয়ান।
এমনটাই প্রকাশ হয়েছিল পাকিস্তানের মিডিয়ায়। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপ ও বিশ্বকাপকে মাথায় রেখে এই সিরিজে রাখা হয়নি এ দুজনকে। শুধু তারাই নন, বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার শাহীন ও হারিস রউফকেও।
দুই পেসারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এহসানউল্লাহ ও জামান খান। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে খেলছেন এই ক্রিকেটার। এখন পর্যন্ত বল হাতে ২০ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ‘ডেথ ওভার’ স্পেশালিষ্ট হিসেবে ১২ উইকেট নিয়েছেন জামান।
এছাড়াও পিএসএলে ভালো খেলার পুরস্কার পেয়েছেন তায়াব তাহির। ন্যাশনাল কাপে ১৩৮ স্ট্রাইক রেটে ৪১৩ রান করার পর, চলতি পিএসএলে ১৪৪.২১ স্ট্রাইক রেটে করেছেন ১৩৭ রান। পিএসএলে দারুণ ১৪০-এর ওপর স্ট্রাইট রেটে ব্যাট করে ডাক পেয়েছেন আবদুল্লাহ শফিকও।
বাবর, রিজওয়ান, হারিস, শাহীনের পাশাপাশি বিশ্রামে ফখর জামানও। বাবর যেহেতু আফগানিস্তান সিরিজে নেই, তার পরিবর্তে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন অল-রাউন্ডার শাদাব খান।
তিন ম্যাচের টি-টোয়েন্টির জন্য পাকিস্তান দল :
শাদাব খান-(অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, এহসান উল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস-(উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাইম আইয়ুব, শান মাসুদ, তায়াব তাহির, জামান খান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।