Scores

আফগানিস্তানের ‘অনাকাঙ্ক্ষিত’ রেকর্ড

২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে এসেছিল আফগানিস্তান। সেবার পুল ‘এ’-তে আফগানরা একটি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল স্কটল্যান্ডকে। নিজেদের পর্যায়ের কম শক্তিমত্তাসম্পন্ন দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে একটি ম্যাচ জিতে আসর থেকে বিদায় নিতে পেরেছিল তখনকার সহযোগী সদস্য দলটি।

আফগানিস্তানের ‘অনাকাঙ্ক্ষিত’ রেকর্ড
হারতে হারতে রেকর্ডই গড়ে ফেলেছে আফগানিস্তান! ছবি: বিডিক্রিকটাইম

তবে এবার টেস্ট খেলুড়ে দলের মর্যাদা নিয়েও আরও বাজে অবস্থা আফগানিস্তানের। শক্তিশালী দলগুলোর সাথে বৈশ্বিক আসরে লড়াই করা কতটা কঠিন তা যেন হারে হারে টের পাচ্ছে গুলবাদিন নাইবের দল। গত আসরে পাঁচটি ম্যাচ হারা আফগানরা এবার রাউন্ড রবিন লিগে ইতোমধ্যে হেরেছে আটটি ম্যাচ।

বলা বাহুল্য, আফগানিস্তান এখন পর্যন্ত খেলেছে আটটি ম্যাচই। অর্থাৎ, হেরেছে মাঠে নামা সবকটি ম্যাচে। আর এরই সাথে দলটি গড়েছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডটি এখন এশিয়ার দলটির নামের পাশে।

Also Read - গুলবাদিন জানালেন শেষদিকে বল হাতে তুলে নেওয়ার কারণ


এতদিন বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড ছিল জিম্বাবুয়ের। ১৯৯২ সালে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শুরু হয়েছিল ৯ দলের সেই আসর। আটটি ম্যাচ খেলে সেবার সাতটি ম্যাচে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। তবে আফগানিস্তান ইতোমধ্যে আটটি ম্যাচ হেরে ‘স্বস্তি’ দিয়েছে জিম্বাবুয়েকে। জিম্বাবুয়াইনদের সেই অস্বস্তির রেকর্ড এখন আছে দ্বিতীয়স্থানে।

৪ জুলাই নিজেদের শেষ ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে আফগানিস্তান। ঐ ম্যাচে জিততে না পারলে নয় ম্যাচের সবগুলো ম্যাচ হারার তিক্ত স্বাদ নিয়ে দেশে ফিরবেন আফগান ক্রিকেটাররা। উইন্ডিজের সেমির স্বপ্ন ইতোমধ্যে ধূলিসাৎ হয়ে গেছে, জয় নিয়ে তাই দেশে ফিরতে মরিয়া থাকবে তারাও। এক আসরে সবচেয়ে বেশি হারের রেকর্ডের সংখ্যাটিকে কি ‘৯’ এ নিয়ে যাবে আফগানিস্তান? সেই প্রশ্নের উত্তর জানা যাবে আগামী বৃহস্পতিবার।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ভয়ে মাঠ ছাড়তে চাননি বিজয়

আইসিসিকে ভারতের পাল্টা হুমকি

বিশ্বকাপ থেকে বাদ: মাশরাফির কাছে ‘শাপেবর’

‘অন্য দলগুলোর বাংলাদেশকে ভয় করা উচিত’

২০২৩ বিশ্বকাপের দল নিয়ে সাকিবের চাওয়া