আফগানিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির ম্যাচ
প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী বুধবার বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। ইতিমধ্যে প্রকাশ হয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচীও। সফরে মাশরাফি বাহীনিদের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে আফগানরা। ম্যাচ গুলোর ধার্য করা দিন জানা থাকলেও ঠিক কখন খেলা মাঠে গড়াবে এ নিয়ে এতদিন পাওয়া যাচ্ছিল না সঠিক ধারণা।
অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার দিন জানা গেল আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশের মধ্যকার সবগুলো খেলা হবে দিবা-রাত্রির।
Also Read - সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শক এখন ঢাকায়আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেন, “আফগানিস্তানের বিপক্ষে সবগুলো ম্যাচই ডে-নাইট ম্যাচ হবে। দুপুর আড়াইটা থেকে শুরু হবে ম্যাচগুলো।”
পাশাপাশি আসন্ন আফগানিস্তান সিরিজের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করার জন্য ম্যাচের টিকেট কবে থেকে ছাড়া হবে, তা দু-একদিনের মধ্যেই জানা যাবে বলে তিনি জানান। তিনি বলেন, “ইতোমধ্যেই টিকিটের ডিজাইন সম্পূর্ণ। সব তৈরি এমনকি ছাপাও হয়ে গেছে।” তবে গত জুন মাসে টিকিট রাইটসের স্পন্সরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন স্পন্সরের খোঁজ চলছে, এর সমাধান হলেই টিকেট কোথায়, কবে থেকে পাওয়া যাবে তা জানিয়ে দেওয়া হবে।
তাছাড়া, এবার মাঠে প্রবেশকারী সময় দর্শকদের জন্য বেশ কিছু নিয়ম থাকছে জানিয়ে তিনি বলেন, “এবার নিরাপত্তা ব্যবস্থা কঠিন থাকবে। আগে দর্শকরা ঢোকার সময় মেইন গেটে চেকিং হতো। এখন অনেক আগে থেকেই চেকিং হবে। ফিজিক্যাল চেকটা স্টেডিয়ামের প্যারামিটারের বেশ কিছু আগে থেকেই করা হবে।”