Scores

আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাঠাবে বাংলাদেশ

এপ্রিল-মে বাংলাদেশ দলের কোন আন্তর্জাতিক ব্যস্ত সূচি নেই। আগামী জুন থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা। জুনে ভারতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের দল কেমন হবে সেটা নিয়ে জল কম ঘোলা হয়নি। বেশ কয়েকদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছিলেন এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের।

আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাঠাবে বাংলাদেশ

তার মতে, আগামী জুলাইয়ে উইন্ডিজ সফর করবে বাংলাদেশ। তারপরেই বিপিএল সহ রয়েছে বেশ কয়েকটি সিরিজও। তাই গুরুত্বপূর্ণ সিরিজের আগে দলের তারকা ক্রিকেটাররা যাতে ইনজুরিতে না পড়ে সে জন্য তাঁদের বিশ্রামের কথা ভেবেছিল বিসিবি। তবে সবকিছু বিবেচনার পর দ্বিতীয় সারির কোন দল নয়, মূল দল পাঠানোর চিন্তা করছে বিসিবি।

Also Read - সাকিবের মাইলফলক স্পর্শের হাতছানির দিনে বোলিংয়ে হায়দরাবাদ


আফগানিস্তানের বিপক্ষে শুরুতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলেও বিসিবি প্রস্তাব দিয়েছে টি-টোয়েন্টির। ক্রিকেটের এই ছোট সংস্করণে র‍্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই এই চিন্তা থেকেই আফগানদের বিপক্ষে সিরিজে শক্তিশালী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিষয়টি জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আজ ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মিডিয়ার মুখোমুখি হন তিনি। সেখানে আফগানিস্তানের বিপক্ষে কেমন দল পাঠানো হবে সেই বিষয়ে জানতে চাওয়া হলে, মূল দল পাঠানোর কথা জানান তিনি। সেই সাথে এই সিরিজকে ঘিরে ক্যাম্প শুরুর আগে সব ক্রিকেটারকে পাওয়ার আশা তার।

‘আমাদের কাছে যেটা আপডেট আছে, লম্বা কারও চোট নেই। আমার বিশ্বাস আগামী তিন সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম খেলোয়াড়দের পেয়ে যাবো। সুতরাং, আমাদের মেইন টিমকেই খেলানোর কথা ভাবছি।’

সর্বশেষ আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল খেলেছিল ২০১৬ সালে ঘরের মাঠে। সেবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই আফগানদের বিপক্ষে একটি ওয়ানডে হেরেছিল বাংলাদেশ। এছাড়াও ঘরের মাঠে ২০১৪ এশিয়া কাপে পূর্ণ শক্তি দল নিয়ে আফগানদের কাছে হেরেছিল বাংলাদেশ।

আরও পড়ুনঃ যে কারণে ওয়ালশকে হেড কোচ করা নয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ছেলে ফিফা বিশ্বকাপে, প্রেমিকা ইউসিএলে ও মা ক্রিকেটে!

এশিয়ান গেমসে ফিরল ক্রিকেট

ভিডিও টুইট করে সমালোচনার তোপে মুছে দিলেন সরফরাজ

ফ্লাডলাইটের অভাবে বিগ ব্যাশে খেলা বন্ধ, পয়েন্ট ভাগাভাগি

গ্লুস্টারশায়ারকে হারিয়ে সেমিতে ওরচেস্টারশায়ার