Scores

আফগানিস্তানের বিপক্ষে সতর্ক থাকার কথা বললেন মিঠুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর বাংলাদেশের সেমিফাইনাল খেলার লক্ষ্যটা অনেক কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। দলটা আফগানিস্তান বলেই সতর্ক থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন সেই সাথে জয় ছাড়া কিছুই ভাবছেন না তিনি।

গত এশিয়া কাপেও বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তান। এছাড়াও ২০১৪ এশিয়া কাপেও আফগানদের কাছে হেরেছিল বাংলাদেশ। এমনকি গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে যে জয়টি পেয়েছে সেটিও অনেক লড়াই করে পেতে হয়েছে। বিশ্বকাপে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। সেমিফাইনাল খেলার দৌড়ে টিকে থাকতে হলে পরের ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

Also Read - উইলিয়ামসনের টানা দ্বিতীয় শতকে কিউইদের লড়াকু পূঁজি


দলটা আফগানিস্তান বলেই খাটো করে দেখার উপায় নেই। বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের দেখা না পেলেও শক্তিশালী ভারতের সঙ্গে সাউদাম্পটনে সমানে সমানে লড়াই করছে আফগানিস্তান। একই মাঠে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাই তো সতর্ক থাকার কথা বলেছেন মোহাম্মদ মিঠুন।

“আমি মনে করি আরও সতর্ক থাকতে হবে। কারণ অস্ট্রেলিয়ার মত দলের সাথে হারলে সেখান থেকেও ইতিবাচক কিছু নেওয়া যায় যেহেতু ওরা বড় দল। আফগানিস্তানের বেলায় কিন্তু ব্যাপারটা ভিন্ন।”

এবারের বিশ্বকাপে ব্যাটিং মোটামুটি ঠিক থাকলেও প্রতিপক্ষর চেয়ে পিছিয়ে পড়ছে বাজে বোলিং ও ফিল্ডিংয়ের কারণে। সেদিকেও উন্নতির কথা বলছেন মিঠুন।

“মূল লক্ষ্য অবশ্যই জয়। এছাড়াও ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে যে দুর্বলতা গুলো রয়েছে সেটা নিয়ে কাজ করা।”

গামী ২৪ জুন সাউদাম্পটনে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ পরের বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক