SCORE

সর্বশেষ

আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি

জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ, এটি ছিল পুরনো খবরই। অপেক্ষা ছিল দিনক্ষণ ও ম্যাচের সংখ্যা নির্ধারণের। এবার হয়ে গেল সেটিও।

আফগানিস্তানকে সমীহই করছেন মুশফিক

আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজটির সূচি অবশেষে চূড়ান্ত করা হয়েছে। বহুল আলোচিত এই দ্বিপাক্ষিক সিরিজে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ, যার ফরম্যাট টি-২০। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ৩, ৫ ও ৭ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত রাত সাড়ে আটটায়।

Also Read - বিপিএলে কমছে পাকিস্তানিদের সংখ্যা!

এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় নিউজের একটি প্রতিবেদনে সিরিজের ম্যাচগুলোর সূচি ৫, ৭ ও ৯ জুন জানানো হলেও বুধবার প্রকাশিত চূড়ান্ত সূচিতে একটু পরিবর্তন দেখা যায়।

কাগজে-কলমে কিংবা শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছে আফগানিস্তানের ক্রিকেট। কিন্তু ফরম্যাটটি যখন টি-২০, বদলে যায় সব হিসেবনিকেশ। এই ফরম্যাটে আফগানিস্তান বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো অভিজ্ঞ টেস্ট খেলুড়ে দলগুলোর চেয়েও শক্তিশালী। টি-২০ ফরম্যাটের তিন ম্যাচের এই সিরিজে টাইগারদের ভালো করতে হলে তাই নামতে হবে পূর্ণ শক্তি নিয়েই।

এর আগে অনেকেই আফগানিস্তান সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে রেখে দল পাঠানোর অভিমত দিয়েছিলেন। সে সময় আলোচনা হচ্ছিল ওয়ানডে সিরিজ আয়োজনের ব্যাপারে। কিন্তু ফরম্যাটটি যেহেতু নির্ধারিত হয়েছে টি-২০, যেখানে আফগানিস্তান এগিয়ে বাংলাদেশের চেয়ে; তাই অপেক্ষাকৃত দুর্বল দল পাঠানোর সম্ভাবনা নাকচ হয়ে যাওয়ার সুযোগই বেশি।

এদিকে আফগানিস্তানকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, এদের বিপক্ষে পূর্ণশক্তি নিয়ে খেলে জেতাটাই আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ। মনে রাখতে হবে যেবিশ্বের সেরা টি-২০ বোলারই ওদের কাছে আছে।’

বোর্ড সভাপতির মতে, আফগানিস্তান সিরিজকে টাইগারদের গ্রহণ করা উচিত বিরাট চ্যালেঞ্জ হিসেবেই। সেই সাথে তিনি আফগানিস্তানকে এই ফরম্যাটে বাংলাদেশের চেয়েও ভালো দল হিসেবে আখ্যা দিয়েছেন।

পাপন বলেন, ‘আমাদের কাছে বিরাট চ্যালেঞ্জ হিসেবে নিয়েই খেলতে যেতে হবে। তারা যে ভালো টিম

এটাতে কোন সন্দেহ নাই। কাজেই ছোট করে দেখার কোন প্রশ্নই উঠে না।

আরও পড়ুনঃ সাকিব আন্ডাররেটেড বোলার: লক্ষ্মণ

Related Articles

এবার দাতব্য কাজে মন দিলেন রশিদ খান

আসগর স্টানিকজাই থেকে আসগর আফগান

ক্রিকেটের ৯০ শতাংশ দর্শকই উপমহাদেশের!

স্ট্রাইকিং প্রান্তে শুরু করতেই ভালোবাসেন তামিম

“খেলায় আপস অ্যান্ড ডাউনস থাকবেই”