SCORE

সর্বশেষ

আফগান সিরিজেও প্রধান কোচের দায়িত্বে ওয়ালশ!

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর বাংলাদেশ দলের জন্য এখনো হেড কোচ খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন মার্চে জানিয়েছিল, এপ্রিলের প্রথম সপ্তাহেই দলের সঙ্গে যোগ দিবে নতুন কোচ। এপ্রিল পেরিয়ে মে’তে এখনো কোন কোচ পায়নি দল। প্রধান কোচ বিহীন বেশ কয়েকটি সিরিজও খেলেছে বাংলাদেশ।

আফগান সিরিজেও কোচের দায়িত্ব থাকছেন ওয়ালশ!
নিদাহাস ট্রফিতে বোলিং কোচ চম্পাকা এবং হেড কোচ ওয়ালশ। ফাইল ছবি

ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। এরপরেই শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের প্রধান কোচের জন্য বেশ কয়েকজনের সঙ্গে আলাপও করেছে বিসিবি। ভাবা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই নতুন কোচ পাবে সাকিব, মুশফিকরা। তবে সেটিও আপাতত হচ্ছে না।

আফগান সিরিজের জন্য আজ থেকেই শুরু করেছে ক্যাম্প। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ইঙ্গিত দিলেন আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। নিদাহাস ট্রফিতে প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন ওয়ালশ। আফগান সিরিজের আগে নতুন কোচ না পেলে দায়িত্ব দেওয়া হবে তাকেই।

Also Read - উইন্ডিজের বিপক্ষে ফ্লোরিডায় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

‘যেহেতু আমরা নতুন কোচ পাইনি, তাই শেষ সিরিজে যারা স্টাফ ছিলেন, তারাই থাকবেন। শ্রীলঙ্কায় (নিদাহাস ট্রফি) যারা যে দায়িত্বে ছিল সেই দায়িত্বেই থাকবেন।’

তবে এখানে কিন্তু রয়েছে… আফগান সিরিজের আগে যদি নতুন কোচ পায় তাহলে তার অধীনেই খেলবে বাংলাদেশ। আকরাম খান জানালেন বসে নেই বিসিবি। গত বেশ কয়েক মাস ধরেই কোচের সন্ধানে রয়েছে বিসিবি। এছাড়াও নিদাহাস ট্রফিতে তার অধীনে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তাই কোচ না পেলে বিসিবির প্রথম পছন্দ ওয়ালশই।

‘ওয়ালশ হেড কোচের দায়িত্ব পালন করবেন কি না সেটা এখনো বলা যাচ্ছে না। যদি এর মাঝে নতুন কাউকে পেয়ে যাই তাহলে সেটা জানতেই পারবেন। বোর্ড কোচ খুঁজছে, তারা তো বসে নেই। তবে শেষ সিরিজে যেহেতু ভালো করেছেন তাই তিনিই কোচের দায়িত্ব পালন করতে পারেন।’

জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের জন্য ২৯ মে দেশ ছাড়বে সাকিব-মুশফিকরা।

আরও পড়ুনঃ উইন্ডিজের বিপক্ষে ফ্লোরিডায় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

Related Articles

কে হচ্ছেন সিনহার উত্তরসূরি?

পাকিস্তানকেই এগিয়ে রাখছেন আকরাম

জুনিয়রদের দিকে তাকিয়ে নির্বাচকরা

এশিয়া কাপে ভালো করা সম্ভব, তবে…

বড় শাস্তি পেতে যাচ্ছেন সাব্বির!