
আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ইনিংসে কুমিল্লা ওয়ারিয়র্সকে হারের স্বাদ দিয়েছে রাজশাহী রয়্যালস। বঙ্গবন্ধু বিপিএলের ২০তম ম্যাচে আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন দল পেয়েছে ৭ উইকেটের জয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান জড়ো করে কুমিল্লা। দলের পক্ষে একাই লড়ে গেছেন ডেভিড মালান।
সতীর্থরা যখন কোণঠাসা হয়ে পড়েছিলেন রাজশাহীর বোলারদের সামনে, ওপেনার মালান দৃঢ়চেতা ব্যাটিংয়ে একাই দলকে তখন এনে দেন লড়াকু সংগ্রহ। তুলে নেন শতকও। ৫৪ বলের মোকাবেলায় ঠিক ১০০ রান করেই অপরাজিত থাকেন।
রাজশাহী রয়্যালসের পক্ষে আবু জায়েদ চৌধুরী রাহী, আন্দ্রে রাসেল ও মোহাম্মদ ইরফান দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে উদ্বোধনী জুটিতে ৬০ রান পায় রাজশাহী। ১৯ বলে ২৭ রান করে লিটন বিদায় নিলেও আফিফ এক প্রান্ত আগলে রাখেন। শোয়েব মালিক ১ রান করে বিদায় নেওয়ার পর আফিফকে যোগ্য সঙ্গ দেন রবি বোপারা।
আফিফ বিদায়ের আগে ৫৩ বলে ৭৬ রান করেন, ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে। বোপারা ২২ বলে ৪০ ও অধিনায়ক আন্দ্রে রাসেল ৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। কুমিল্লা জয় পায় ৭ উইকেট ও ১৩ বল হাতে রেখেই।
কুমিল্লার পক্ষে আল আমিন হোসেন শিকার করেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
টস: রাজশাহী রয়্যালস
কুমিল্লা ওয়ারিয়র্স ১৭০/৮ (২০ ওভার)
মালান ১০০*, সৌম্য ২০, শানাকা ১২, রাজাপাকসা ১১
ইরফান ২৩/২, রাহী ২৪/২, রাসেল ২৬/২
রাজশাহী রয়্যালস ১৭১/৩ (১৭.৫ ওভার)
আফিফ ৭৬, বোপারা ৪০*, লিটন ২৭, রাসেল ২১*
আফিফের ইনিংসটি দেখুন এখানে-
আল আমিন ৪৯/২, মুজিব ১৭/১
ফল: রাজশাহী রয়্যালস ৭ উইকেটে জয়ী।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।