Scores

আফ্রিদির জন্য দোয়া চাইলেন মুশফিক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি শহীদ আফ্রিদি। তার দ্রুত সেরে ওঠার প্রত্যাশা ব্যক্ত করে দোয়া চেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

করোনা আক্রান্ত আফ্রিদির জন্য দোয়া চাইলেন মুশফিক

করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকেই সাবেক পাকিস্তানি অধিনায়ক আফ্রিদি সরব ভূমিকায় ছিলেন। নিজের গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশন নিয়ে দিনরাত কাজ করছিলেন অসহায় মানুষের সেবায়। এতে তিনি নিজেও ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন।

Also Read - মুশফিকের সংবাদের জন্য দুঃখ প্রকাশ


আফ্রিদির অসুস্থতায় ব্যথিত মুশফিক। করোনা মোকাবেলার উদ্দেশ্যে কদিন আগে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিক, যা কিনেছিল আফ্রিদির ফাউন্ডেশন। আফ্রিদির দুঃসময়ে মুশফিকও তাই ব্যথিত, জানিয়েছেন দ্রুত আরোগ্যের প্রত্যাশাও।

আফ্রিদির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করে মুশফিক বলেন, ‘আপনার খবর শুনে অনেক ব্যথিত হয়েছি ভাই। আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্থ করে তোলেন।’


আফ্রিদিকে নিজের ‘ভাই’ আখ্যা দিয়ে আবেগঘন বার্তায় মুশফিক লিখেন, ‘আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ইনশাআল্লাহ্‌, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।’

শনিবার (১৩ জুন) আফ্রিদি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকেই অসুস্থ বোধ করছিলাম, আমার শরীরে অনেক ব্যথা করছিল। এরপর পরীক্ষা করাই এবং দুর্ভাগ্যবশত আমি করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছি। দ্রুত সেরে ওঠার জন্য আপনাদের দোয়া প্রয়োজন, ইনশাআল্লাহ্‌।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

করোনা মুক্ত হলেন মাশরাফি

ভারতীয় ক্রিকেটেও আঘাত হানল করোনা

করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন, আরোগ্য কামনায় ক্রিকেটাররা

রবিবার করোনা পরীক্ষা করাবেন মাশরাফি

ভিন্ন ভূমিকায় খুলছে ইডেন