আবারও গায়ানার জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে
জাতীয় দলের ব্যস্ততা না থাকলে গায়ানার হয়ে খেলবেন সাকিব

প্রকাশিত হয়েছে - 2025-03-18T10:50:38+06:00
আপডেট হয়েছে - 2025-03-18T10:51:37+06:00
গতবছর গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। রংপুরে না খেললেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল) দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। উজ্জ্বল পারফরম্যান্স করা এই পেসারকে এবার দেখা যেতে পারে সিপিএলে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
এর আগে গ্লোবাল সুপার লিগে গায়ানার জার্সিতে খেলেছেন সাকিব
গতবছর গ্লোবাল সুপার লিগে গায়ানার হয়ে খেলার সুযোগ পান তানজিম হাসান সাকিব। দেশের বাইরে এই বৈশ্বিক লিগেই প্রথম ডাক পান এই পেসার। দলটির হয়ে মাঠে নেমেই বাজিমাত করেন তিনি। প্রথম ম্যাচে দুই উইকেট, পরের দুই ম্যাচে একটি করে উইকেট শিকারের পর রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে পান দুই উইকেট। সবমিলিয়ে বল হাতে উজ্জ্বল এই তরুণ ক্রিকেটারকে নিয়ে আগ্রহী গায়ানা। দৈনিক 'আজকের পত্রিকা'কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব নিজেই জানিয়েছেন দলটির সাথে কথাবার্তা বিষয়ে।
জাতীয় দলে ব্যস্ততা না থাকলে এবারও দলটির হয়ে খেলবেন জানিয়ে সাকিব বলেন, " গত বছর গায়ানা ওয়ারিয়র্সের হয়ে খেলেছি। এখনো আমাকে নিয়ে তাদের আগ্রহ রয়েছে। যদি জাতীয় দলের কোনো ব্যস্ততা না থাকে, আবারও গায়ানার হয়ে খেলব। আমি তাদের এ বিষয়ে নিশ্চিতও করেছি।"
এর বাইরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার স্বপ্ন আছে তার। তবে সেখান থেকে কোন প্রস্তাব পাননি বলে জানিয়েছেন সাকিব।
" ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট থেকেও কোনো অফার আসেনি। তবে একজন বোলার হিসেবে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার স্বপ্ন আছে। সেখানে খেলার অভিজ্ঞতা হয় অনন্য। কাউন্টিতে খেলে একজন ক্রিকেটার তার স্কিল উন্নত করতে পারে এবং নতুন কৌশল শিখতে পারে।"
চলতি বছর গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে আগামী ৮ থেকে ১৮ জুলাই। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। অন্যদিকে আগামী ১৪ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে সিপিএলের এবারের আসরের। যা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।