Scores

আবারও চোটে পড়লেন তাসকিন

তাসকিন আহমেদের ভাগ্যের সাথেই যেন চোট জড়িয়ে গিয়েছে। পরিশ্রম করে দলে ফেরার পরে আবারও চোটে পড়লেন তিনি। তাসকিনের সাথে এমনটা বছর দুয়েক আগেও ঘটেছিল। সংবাদটি বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তাসকিন আহমেদের ভাগ্যের সাথেই যেন চোট জড়িয়ে গিয়েছে। পরিশ্রম করে দলে ফেরার পরে আবারও চোটে পড়লেন তিনি। তাসকিনের সাথে এমনটা বছর দুয়েক আগেও ঘটেছিল।

দল থেকে বেশ কয়েক সিরিজ বাইরে ছিলেন তাসকিন। খেলতে পারেননি বিশ্বকাপও। তারপরে কঠোর পরিশ্রম করে আবার নিজেকে প্রমাণ করে ফিরে এসেছিলেন দলে। কিন্তু এবারও ভাগ্য সহায় হলো না। প্রাথমিক দল থেকে মূল স্কোয়াড ঘোষণার আগেই চোটে পড়লেন এই ডানহাতি পেসার।

Also Read - আমিরকে দল থেকে বাদ দেওয়ার কারণ জানালেন মিসবাহ


অনুশীলনের সময় বাম হাতে চোট পেয়েছেন তাসকিন। আঘাত পাওয়ার পরে আর অনুশীলন করতে পারেননি এই বোলার। তখনই তিনি হোটেলে ফিরে যান এবং চিকিৎসকের শরণাপন্ন হন। তাসকিনের হাতে সেলাই দরকার হতে পারে, কিন্তু সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ফিটনেস ও বোলিংয়ে অনেক উন্নতি করেই আবার জাতীয় দলের রাডারে ফিরেছিলেন তিনি। কিন্তু মূল স্কোয়াড ঘোষণার আগেই অনিশ্চিত হয়ে গেল তার দলে থাকার ব্যাপারটি। নির্বাচক বাশার জানিয়েছেন, তাসকিনের ছিটকে যাওয়ার ব্যাপারেও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তাই তিনি থাকলে আর কাউকে বিকল্প হিসেবে ডাকা হবে কিনা সেটাও এখনো নির্বাচকরা ভাবছেন না।

বাশার বিডিক্রিকটাইমকে বলেন, ‘তার চোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। ও ব্যথা পেয়েছে, সেলাইয়ের দরকার পড়তে পারে। কতদিন খেলতে পারবে, কতদিন পারবে না সেসব এখনো জানা যায়নি।’

বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছিল রবিবার (১০ জানুয়ারি)। প্রথমদিন সকালে তিন ঘণ্টা অনুশীলন করে টাইগাররা। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে তিন ঘণ্টা অনুশীলন করেছেন সাকিব-মুশফিকরা। মঙ্গলবারও (১২ জানুয়ারি) দুপুরে অনুশীলন করবে বাংলাদেশ দল।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

প্রধানমন্ত্রী ও বিসিবিকে তাসকিনের ধন্যবাদ জ্ঞাপন

কনওয়ের কণ্ঠে তাসকিনের প্রশংসা

কনওয়ে-মিচেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রান পাহাড়

স্মরণীয় ম্যাচে জিততে না পারার আক্ষেপ মেহেদীর

জয়ের জন্য দ্বিগুণ রান প্রয়োজন ছিল : তাসকিন