Scores

আবারও শঙ্কায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

আবারও শঙ্কায় পড়ে গেছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। গত কয়েক সপ্তাহ ধরে টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট, যার নেপথ্যে রয়েছে বোর্ড-ক্রিকেটার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রস্তাবিত দক্ষিণ আফ্রিকা সফর নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি।

সূচি মেনে সফরে না আসায় স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড- ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)-এর উপর চটেছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। এর রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে খবরের শিরোনাম হল সিএ এবং এসিএ (অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন)। আলোচনায় বসতে ব্যর্থ হওয়ায় দুই পক্ষের মধ্যে আবারও শুরু হয়েছে শীতল যুদ্ধ।

Also Read - প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন চান্দিমাল


নতুন কিছু প্রস্তাব নিয়ে আলোচনায় বসার জন্য সম্প্রতি এসিএ-কে ডেকেছিল সিএ। কিন্তু এসিএ বোর্ডের আহ্বানকে একবাক্যে নাকচ করে দিয়েছে। এতে দুই পক্ষের মনোমালিন্য দূর হওয়ার সম্ভাবনা আরও কমে গেলো। এমন অবস্থায় আসন্ন অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজই পড়ে গেছে হুমকির মুখে!

আগামী ২৭ আগস্ট থেকে মাঠে গড়ানোর কথা টাইগার ও অজিদের মধ্যকার বহুল আকাঙ্ক্ষিত টেস্ট সিরিজটি। এই সিরিজের মাধ্যমে ১০ বছর পর সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতা দলটির বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বর্তমান বিশ্ব-চ্যাম্পিয়নদের ক্রিকেট-পাড়ার অভ্যন্তরীণ কোন্দলে সেই সুযোগ এখন ভেস্তে যেতে বসেছে।

অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিলের পর দেশটির ক্রিকেটে সমালোচনার ধাক্কা লাগলে কিছুটা নমনীয় হয়েছিল বোর্ড ও খেলোয়াড় দুই পক্ষই। সবাই আশা করেছিলেন- এবার হয়ত ইতিবাচক কোনো ফল আসবে।

শুক্রবার দুপুরে নিজেদের মধ্যে আলোচনার জন্য দুইঘণ্টা-ব্যাপী সভায় বসে খেলোয়াড়দের সংগঠন সিএ। তবে সেখানে নিজেদের অবস্থানে অটল থেকে বোর্ডের বিপক্ষে চলমান বিদ্রোহ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এসিএ-র এমন অনড় অবস্থানে বেশ অবাক হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ক্রিকেট-সংশ্লিষ্টরা বারবারই বলে আসছেন, নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া জাতীয় দল। তবে একই আশ্বাস দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার বোর্ডকেও। কিন্তু উসমান খাজার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার এবার সংশয় জেগেছে তাদের বাংলাদেশ সফর নিয়ে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

সালমা-জাহানারাদের স্বপ্ন ভঙ্গ

টেস্ট নয়, অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের ম্যাচ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনে অনীহা ক্রিকেট অস্ট্রেলিয়ার

বাশারের স্মৃতি রোমন্থন

অস্ট্রেলিয়াকে হারাতে তামিমের ফর্মূলা