Scores

আবারো ঘরোয়া ক্রিকেট পেছালো ইসিবি

করোনাভাইরাস মহামারীর কবলে পড়ে ক্রিকেট বিশ্ব স্থবির হয়ে আছে। দুই মাসের অধিক সময় মাঠে গড়াচ্ছে না বল। মার্চে চলমান সিরিজ থেকে শুরু করে পরবর্তীতে নির্ধারিত সব সিরিজই এখন পর্যন্ত স্থগিত হয়েছে। থেমে আছে ঘরোয়া ক্রিকেটও। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘরোয়া ক্রিকেট শুরুর দিনক্ষণ পিছিয়েছে আরও এক দফায়।

আবারো ঘরোয়া ক্রিকেট পেছালো ইসিবি-

গত ১৪ জুলাই থেকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডে তখন দাপট দেখানো শুরু করে দিয়েছে করোনাভাইরাস। ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির মুখে নতুন মৌসুম শুরু করেনি ইসিবি। প্রথম দফায় ২৮ মে পর্যন্ত স্থগিত করা হয় ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট। তারপর সেটা পিছিয়ে দেয়া হয় ১ জুলাই পর্যন্ত।

Also Read - ঝুলে থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ


বৃহস্পতিবারেই (২৮ মে) আবার ঘরোয়া ক্রিকেট পিছিয়ে দিয়েছে ইসিবি। তৃতীয় দফার এই স্থগিতাদেশের ঘরোয়া ক্রিকেটকে পেছানো হয়েছে ১ আগস্ট পর্যন্ত। অর্থাৎ আগামী দুই মাসের মধ্যেও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ২২ গজ সরব হচ্ছে না। তবে ব্যক্তিগতভাবে অনুশীলনে ফিরছেন ইংলিশ ক্রিকেটাররা।

তবে এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা ঠিকই ভাবছে ইংল্যান্ড। আগামী ৮ জুন চার্টার্ড ফ্লাইটে করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ইংল্যান্ডে উড়িয়ে আনার পরিকল্পনা ইসিবির। সেখানে নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টিনে কাটানোর পর মাঠে নামবেন ক্রিকেটাররা। আগামী ৪ জুলাই থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট শুরুর পরিকল্পনা ইংল্যান্ডের।

ওই সিরিজ শেষে আবার পাকিস্তানের সাথে সিরিজ আয়োজনের পরিকল্পনাও সাজিয়ে রেখেছে ইংলিশরা। জুলাই মাসের মাঝামাঝিতেই ইংল্যান্ডে উড়াল দিবে পাকিস্তান। কোয়ারেন্টিন সম্পন্ন করে আগস্ট মাসে দুই দলের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু এসবই নির্ভর করছে, বিশ্বের পরিস্থিতির ওপর।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বিতর্কিত মন্তব্যের জন্য পিসিবির উপর ক্ষেপলেন ইনজামাম

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সব সদস্যের পদত্যাগ

দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা

স্বেচ্ছায় সরে দাঁড়ালেন বাট

সেরাদের কাতার থেকে সরে দাঁড়ালেন রুট