Scores

আবারো বাংলাদেশ সিরিজ স্থগিত করবে অস্ট্রেলিয়া?

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট জিতে ১ – ০ তে এগিয়ে গিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজ শেষ হলেই আইসিসির এফটিপি অনুযায়ী সেপ্টেম্বরে বাংলাদেশে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়া দলের। তবে এফটিপি অনুযায়ী ১ মাসের মতো সময় থাকলেও সেই সিরিজের ব্যাপারে কোন বোর্ডের তরফ থেকেই নেই কোন সাড়া শব্দ। অস্ট্রেলিয়া কোন দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেলে কমপক্ষে ৪ – ৫ মাস আগেই সব কিছু ঠিক হয়ে যায়। তবে এত কম সময় থাকার পরও দুই বোর্ডের এই ব্যাপারে কোন কিছু না বলায় সন্দেহ উঠেছে আবারো অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হবে কিনা?

আবারো বাংলাদেশ সিরিজ স্থগিত করবে অস্ট্রেলিয়া?

 

Also Read - বিশ্বকাপের পারফরম্যান্সের রিপোর্ট এখনও পায়নি বিসিবি


২০১৮ সালেও এফটিপির বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালের আগস্ট সেপ্টেম্বর মাসে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিলো ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলার জন্য।

তবে ব্রডকাস্টারদের অনাগ্রহের কথা জানিয়ে অস্ট্রেলিয়া বোর্ড জানায় সিরিজটি তারা আয়োজন করতে পারবেনা। এইবারও যদি অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ বাতিল হয় তাহলে টানা দুবার বাংলাদেশের সাথে সিরিজ বাতিল করবে অস্ট্রেলিয়া দল।

যখন আইসিসির নতুন এফটিপি প্রকাশিত হয় গত বছর তখনই সন্দেহ উঠে টানা ৪ মাস ইংল্যান্ডে বিশ্বকাপ ও অ্যাশেজ খেলার পর সাথে সাথেই বাংলাদেশে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য আদৌ আসবে কিনা অস্ট্রেলিয়া দল। সম্প্রতি এই সফরের অগ্রগতি জানতে বাংলাদেশি এক ভক্তের প্রশ্নের জবাবে সিনিয়র অস্ট্রেলিয়ান সাংবাদিক রিক আইরেও জানান এই সিরিজ হওয়া নিয়ে তার সন্দেহের কথা। রিক বলেন, “আমার কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী এই টি টোয়েন্টি সিরিজটি পিছিয়ে ২০২০ সালে নেওয়া হয়েছে যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে পুনরায় আসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য।”

রিকের কথা যদি সত্য হয় তাহলে অক্টোবরে আফগানিস্তান সিরিজের আগে বাংলাদেশ দলের কোন সিরিজ খেলা হচ্ছে না। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশে সফর করার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। সেই সফর তাদের বাতিল করার কোন সুযোগ থাকবেনা যেহেতু সেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ও পয়েন্ট জড়িত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো সেপ্টেম্বরের অস্ট্রেলিয়া সিরিজের বাতিল বা পিছিয়ে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি ।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মিটমাট হলো অজি ক্রিকেটার ও বোর্ডের মধ্যকার দ্বন্দ্ব

পর্ব ৩ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

পর্ব ৩ : গিনেজ বিশ্বরেকর্ড সম্ভারে ক্রিকেট

ভারত ও অস্ট্রেলিয়ার দুই স্পিনারকে অনুসরণ করেন মিরাজ

পর্ব ২ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা